ব্রিকসের পর জি ২০ সম্মেলন, ফের মুখোমুখি মোদী-হাসিনা, হতে পারে দ্বিপাক্ষিক বৈঠক

নজরবন্দি ব্যুরো: আগামী মাসের শুরুতেই ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি-২০ সম্মেলনে যোগ দেবেন তিনি। পাশাপাশি তাঁর ভারত সফর বেশ তাৎপর্যপূর্ণ। কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন হাসিনা। এর ফলে ভারত-বাংলাদেশ সম্পর্ক এক নতুন মাত্রা পেতে পারে বলেই ধারণা ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়ন নীরজকে শুভেচ্ছা মোদী ও মমতার

জানা গিয়েছে, আগামী মাসের ৯ ও ১০ তারিখ দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে বসতে চলেছে জি-২০ সম্মেলন (G20 Summit)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা এই সম্মেলনে যোগ দেবেন। দুদিনব্যপী এই সম্মেলনে যোগ দিতেই বাংলাদেশ থেকে ভারতে আসছেন শেখ হাসিনা। রবিবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার একথা নিশ্চিতভাবে জানিয়েছেন। এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হতে পারে। যদিও ওই দ্বিপাক্ষিক বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হবে তা এখনও জানা যায়নি।

ব্রিকসের পর জি ২০ সম্মেলন, ফের মুখোমুখি মোদী-হাসিনা, হতে পারে দ্বিপাক্ষিক বৈঠক

সম্প্রতি ব্রিকস সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। তবে সেই সময় দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলাদা করে কোনও বৈঠক হয়নি। প্রসঙ্গত, বাংলাদেশের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আগেই জানিয়েছিলেন, আগামী সেপ্টেম্বর মাসে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার আমলে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে। বাংলাদেশের মোংলা বন্দর, পায়রা সমুদ্রবন্দর এবং চট্টগ্রামের বে-টার্মিনালে বিনিয়োগ করার ইচ্ছে প্রকাশ করেছে দিল্লি।

ব্রিকসের পর জি ২০ সম্মেলন, ফের মুখোমুখি মোদী-হাসিনা, হতে পারে দ্বিপাক্ষিক বৈঠক

উল্লেখ্য, রবিবার (২৭ আগস্ট) কলকাতায় ভারত-বাংলাদেশ মৈত্রী সঙ্ঘ্যের উদ্যোগে ৪৮ তম বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শহীদ দিবস পালিত হয়। বাংলাদেশের সাংসদ তথা বাংলাদেশ আওয়ামি লিগের যুগ্ম সচিব মেহবুবুল আলম হানিফ গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের জন্য ভারতকে অভিনন্দন জানা তিনি।

ব্রিকসের পর জি ২০ সম্মেলন, ফের মুখোমুখি মোদী-হাসিনা, হতে পারে দ্বিপাক্ষিক বৈঠক

ব্রিকসের পর জি ২০ সম্মেলন, ফের মুখোমুখি মোদী-হাসিনা, হতে পারে দ্বিপাক্ষিক বৈঠক
ব্রিকসের পর জি ২০ সম্মেলন, ফের মুখোমুখি মোদী-হাসিনা, হতে পারে দ্বিপাক্ষিক বৈঠক