রাত তিনটের সময় না বলে জল ছেড়েছে ডিভিসি, এটা ম্যান মেড বন্যা, বিস্ফোরক মমতা।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হয় ২,৩১,২৪৮ কিউসেক জল। পাশাপাশি, এই কদিনে ২ লক্ষ ৪৮ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। পাশাপাশি তিলপাড়া ব্যারাজ থেকে এক লক্ষ কিউসেকের উপরে জল ছাড়া হয়েছে। ফলে বন্য পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। যা নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, রাত তিনটের সময় না বলে জল ছেড়েছে ডিভিসি। এটা ম্যান মেড ফ্লাড।

আরও পড়ুনঃ বিজেপি ছাড়তে পারেন বিধায়ক হিরণ, মানুষের জন্যে কাজ করতে পারছেন না অভিনেতা!!

এদিন ডিভিসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ঝাড়খণ্ড-বিহারে বৃষ্টি হলে আমাদের রাজ্যকে ফল ভুগতে হচ্ছে। ওরা ওদের ড্যামগুলো পরিষ্কার করছে না। ওরা ওদের ড্যামগুলো পরিষ্কার করলে আরও জল ধরে। এভাবে না জানিয়ে জল ছাড়ার তীব্র প্রতিবাদ করছি আমি। বৃষ্টির জন্য বন্যা হলে বুঝতাম৷ কিন্তু বন্যা হচ্ছে জল ছাড়ার জন্য৷”

মমতা বন্দোপাধ্যায়ের কথায়, “এটা ম্যান মেড ফ্লাড। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হয়েছে। রাত তিনটের সময় না জানিয়ে জল ‌ছেড়েছে ডিভিসি৷ সেই জন্যই বন্যা হচ্ছে। বাঁকুড়া জেলা পুরো ডুবে গিয়েছে, বর্ধমান ভাসছে। ওই জল আসছে হাওড়া-হুগলিতে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলায় জেলায় পাঠানো হচ্ছে মন্ত্রীদের। সোমবার, মঙ্গলবার ও বুধবার বাঁকুড়ায় থাকবেন সুব্রত মুখোপাধ্যায়। মলয় ঘটক আজ ও কাল থাকবেন পুরুলিয়া-বাঁকুড়ায়। ফিরহাদ হাকিম, বেচারাম মান্না দেখবেন হুগলী জেলার পরিস্থিতি। হাওড়ার পুরোটা এবং হুগলির কিছুটা বন্যা পরিস্থিতি দেখবেন পুলক রায়। এবং মেদিনীপুর দেখবেন মানস ভুঁইয়া।”

রাত তিনটের সময় না বলে জল ছেড়েছে ডিভিসি, এটা ম্যান মেড বন্যা, বিস্ফোরক মমতা।

রাত তিনটের সময় না বলে জল ছেড়েছে ডিভিসি, এটা ম্যান মেড বন্যা, বিস্ফোরক মমতা।
রাত তিনটের সময় না বলে জল ছেড়েছে ডিভিসি, এটা ম্যান মেড বন্যা, বিস্ফোরক মমতা।

মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামীকাল আকাশপথে সমস্ত জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। উল্লেখ্য, হাওড়া, হুগলি, পঃ বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলা ডুবতে চলেছে বলে আশঙ্কা নবান্নের। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, তারপর ডিভিসির ছাড়া জলে প্লাবনের আশঙ্কা। আর সেই কারনেই ৫ জেলার ডিএমকে সর্তক থাকতে বললেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। শুধু তাই নয় হাওড়া, হুগলি, পঃ বর্ধমানের জন্য সেনা চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন তিনি।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণ-শ্লীলতাহানির মতো গুরুতর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার নেপথ্যে সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের ভূমিকা ছিল, এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

রাজ্যে ফের ভোট প্রচারে প্রধানমন্ত্রী, করবেন বেশ কিছু সভা

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হচ্ছে বাংলায়। প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদি। একসঙ্গে চার থেকে পাঁচটি করে সভা করছেন। কিছু দিন আগেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এক দিনে মোট চারটি সভা করে গিয়েছেন তিনি। রবিবার আবার বাংলায় আসছেন তিনি।

Lifestyle and More...