নজরবন্দি ব্যুরো: বর্তমানে বিদেশ সফরে আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যের বাইরে থাকলেও বাংলার সমস্ত খুঁটিনাটি খবর সবই তাঁর কানে পৌঁছে যাচ্ছে। সরকারি হাসপাতাল তথা আর জি করের বিগত কয়েক দিনের খবর শুনে রীতিমত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! আর ক্ষুব্ধ হয়ে বিদেশ থেকেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকশিকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: চিকিৎসকদের জন্য সুখবর! ভারতের MBBS ডিগ্রি নিয়ে এবার বিদেশেও ডাক্তারি করা যাবে
বেশ কয়েকদিন ধরেই নতুন করে অশান্তি শুরু হয়েছে আর জি কর হাসপাতালে। অভিযোগ, হাসপাতালে অধ্যক্ষকে প্রবেশে বাধা দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। শুধু তাই নয়, আরও অভিযোগ যে, কোর্স শেষ হওয়ার সাত বছর পরও কোনও কোনও নেতা এখনও ইউনিয়নের কাজকর্ম নিয়ন্ত্রণ করছেন! এমনকি ওই হাসপাতালে চিকিৎসক আর ইন্টার্নদের কাছ থেকে নাকি মোটা অঙ্কের বার্ষিক চাঁদাও নেওয়া হয়ে থাকে।

আর এই সমস্ত অভিযোগ মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই তৎপর হন তিনি। দলীয় সূত্রে খবর, আর জি কর সহ বেশ কিছু মেডিক্যাল কলেজে ছাত্র ইউনিট নিয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে দল। প্রসঙ্গত, আর জি কর-এর পর ন্যাশনাল মেডিক্যাল কলেজেও উঠেছে একগুচ্ছ অভিযোগ। সেখানেও নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদের।
উল্লেখ্য, আর জি কর হাসপাতালে নতুন অধ্যক্ষ নিয়োগ ঘিরেই অশান্তির সূত্রপাত হয়। স্বাস্থ্য দফতরের নিয়োগ করা নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ইউনিয়নের বিরুদ্ধে। এরপরেই এই খবর পৌঁছে যায় প্রশাসনিক স্তরে। পাশাপাশি এই খবর যায় নবান্নেও।