চিকিৎসকদের জন্য সুখবর! ভারতের MBBS ডিগ্রি নিয়ে এবার বিদেশেও ডাক্তারি করা যাবে
Indian MBBS doctors can now practice in Australia, US, Canada, N Zealand

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় চিকিৎসকদের জন্য বিরাট সুখবর! এবার থেকে ভারতের এমবিবিএস ডিগ্রি নিয়ে বিদেশেও ডাক্তারি করা যাবে। ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে (NMC) ১০ বছরের জন্য ছাড়পত্র দিল ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন (WFME)। এ কথা জানিয়ে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রকও। ফলে, এখন থেকে আমেরিকা, কানাডা, নিউ জিল্যাণ্ডের মতো দেশে গিয়ে রোগীদের চিকিৎসা করতে কোনও বাধা নেই ভারতীয় চিকিৎসকদের।

আরও পড়ুনঃ কুলির ভূমিকায় রাহুল গান্ধী! নিমেষে ভাইরাল কংগ্রেস নেতার কীর্তি

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতের ৭০৬টি মেডিক্যাল কলেজকে ছাড়পত্র দিয়েছে WFME। আগামী দিনেও দেশে নতুন নতুন মেডিক্যাল কলেজ তৈরি হলে তাঁদেরকেও এই ছাড়পত্র দেওয়া হবে। এই মুহূর্তে ১০ বছরের জন্য এই ছাড়পত্র মিলেছে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রক।

চিকিৎসকদের জন্য সুখবর! ভারতের MBBS ডিগ্রি নিয়ে এবার বিদেশেও ডাক্তারি করা যাবে 
চিকিৎসকদের জন্য সুখবর! ভারতের MBBS ডিগ্রি নিয়ে এবার বিদেশেও ডাক্তারি করা যাবে 

প্রসঙ্গত, আন্তর্জাতিক ছাড়পত্র পাওয়া খুব সহজ কাজ নয়। তার জন্য মেডিক্যাল কলেজগুলিতেও আন্তর্জাতিক মানের পড়াশোনা এবং পরিকাঠামো থাকা প্রয়োজন। আর সেক্ষেত্রে সব দিক থেকে সন্তুষ্ট হয়েই এই ছাড়পত্র দিয়েছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন (WFME)।

চিকিৎসকদের জন্য সুখবর! ভারতের MBBS ডিগ্রি নিয়ে এবার বিদেশেও ডাক্তারি করা যাবে 

চিকিৎসকদের জন্য সুখবর! ভারতের MBBS ডিগ্রি নিয়ে এবার বিদেশেও ডাক্তারি করা যাবে 

স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, এই ছাড়পত্র পাওয়ার ফলে দেশের চিকিৎসকেরা যেমন বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবেন, তেমনই বিদেশ থেকে অনেকে ভারতে ডাক্তারি পড়তে আসতে পারবেন। পাশাপাশি, ভারতের MBBS ডিগ্রি নিয়েও নিজের দেশে ফিরে চিকিৎসা করতে পারবেন তাঁরা।

চিকিৎসকদের জন্য সুখবর! ভারতের MBBS ডিগ্রি নিয়ে এবার বিদেশেও ডাক্তারি করা যাবে 
চিকিৎসকদের জন্য সুখবর! ভারতের MBBS ডিগ্রি নিয়ে এবার বিদেশেও ডাক্তারি করা যাবে