নজরবন্দি ব্যুরোঃ হাতে আর মাত্র কয়েকদিন। বাড়ি বাড়ি প্রচারে জোর দিয়েছেন তৃণমূল প্রার্থীরা। সব মিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে ক্রমাগত বাড়ছে ত্রিপুরার রাজনৈতিক উত্তাপ। এরই মধ্যে ৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলে ত্রিপুরায় রোড শো মমতার। তাই দলনেত্রীর রোড শোতে এখন মানুষের সমর্থন জোগাড় করতে মরিয়া ঘাসফুল শিবির।

আরও পড়ুনঃ Abhishek on Panchayet: মনোনয়ন জমা না দিতে পারলে আমি ব্যবস্থা করব, বিরোধীদের বার্তা অভিষেকের

তৃণমূল সূত্রে খবর, ওই দিন সন্ধ্যায় আগরতলায় উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন অর্থাৎ ৭ তারিখ আগরতলা, রামনগর এবং বড়দৌলিতে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। গত কয়েক মাস ধরে নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরায় তৃণমূলের কর্মীরা যে কাজ অবিরত করে চলেছে, তাঁদের মনোবল চাঙ্গা করতেই উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলে ত্রিপুরায় রোড শো মমতার, লোক খুঁজছে তৃণমূল
মঙ্গলে ত্রিপুরায় রোড শো মমতার, লোক খুঁজছে তৃণমূল

তৃণমূল নেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, ইতিমধ্যে প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন৷ মানুষের সঙ্গে কথা বলছেন৷ মানুষের কাজ থেকে আমরা যথেষ্ঠ সাড়াও পাচ্ছি৷ অবাধ ভোট হলে এবারে ত্রিপুরায় তৃণমূল ভাল ফল করবে৷ যদিও ত্রিপুরায় তৃণমূলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। ত্রিপুরায় তৃণমূলের রোড শো ফ্লপ হবে। দাবি, বিজেপি নেতাদের।

মঙ্গলে ত্রিপুরায় রোড শো মমতার, লোক খুঁজছে তৃণমূল

মঙ্গলে ত্রিপুরায় রোড শো মমতার, লোক খুঁজছে তৃণমূল
মঙ্গলে ত্রিপুরায় রোড শো মমতার, লোক খুঁজছে তৃণমূল

প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন৷ ত্রিপুরার ৬০টি আসনের মধ্যে ২৮টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল৷ অন্যদিকে, বিজেপি এককভাবে ৫৫টি, বিজেপির জোট সঙ্গী আইটিএফটি ৫ টি আসনে প্রার্থী দিয়েছে৷ জোট গড়ে লড়ছে বাম-কংগ্রেসও৷ সিপিএম ৪৭ টি এবং কংগ্রেস ১৩টি আসনে প্রার্থী দিয়েছে৷ সেখানে মুখোমুখি লড়াই বিজেপি বনাম বাম কংগ্রেসের হলে কতটা জায়গা পাবে তৃণমূল? এখন ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার রাজনীতিতে কতটা ছাপ ফেলতে পারে? এখন সেটাই দেখার।