নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচন শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। সেইমতো সমস্ত প্রস্তুতি সেরে ফেলছে রাজ্য সরকার। নির্বাচনের আগে বড় উপহার দিতে চলেছে রাজ্য সরকার। আগামী মার্চ মাসে সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী। সেখানেই চারটি সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ Sagardighi By-Election: সাগরদিঘির উপনির্বাচনে প্রার্থী তালিকায় চমক, কাকে টিকিট দিল তৃণমূল?
জানা গেছে, নামখানা ব্লকের সুন্দরিকা-দ্বারিকা নদীর উপর সেতুর কাজ আগামী ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও নামখানার সীমাবাঁধ সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার পথে। একই ভাবে মাতলা নদীর উপর মৌখালিতে হচ্ছে আরও একটি সেতু। যা ক্যানিং-১ ও ২ নম্বর ব্লকের মধ্যে যোগাযোগ স্থাপন করবে। এই সেতুর কাজও শেষ হয়ে এসেছে। হিঙ্গলগঞ্জের গোমতী নদীর উপর সেতুর কাজও প্রায় শেষের পথে। এই চারটি সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

জানা গেছে, এই চারটি সেতু নির্মাণের দায়িত্ব রয়েছে সুন্দরবন উন্নয়ন দফতর। তারা চেয়েছিল মুখ্যমন্ত্রী এই চারটি সেতুর উদ্বোধন করুন ফেব্রুয়ারি মাসেই। সেই মতো প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসে মেঘালয় এবং ত্রিপুরার নির্বাচনে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সেই মাসে রয়েছে বাজেট অধিবেশনও। তাই উদ্বোধনের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে।
মার্চ মাসে সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী, থাকছে বিরাট ঘোষণা

সুন্দরবন উন্নয়ন দফতরের এক আধিকারিকের কথায়, দুর্গম সুন্দরবন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে। একের পর এক সেতুর মাধ্যমে জুড়ে গিয়েছে বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলগুলি। একটি ব্লক থেকে অন্য ব্লকে যাতায়ত এখন সুবিধে হয়ে গেছে। রাজনৈতিক মহলের ধারণা, এই চারটি সেতুর কাজ পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ ক্রে ভোটের দিকে নজর দিয়েছে রাজ্যের শাসক দল।