বড় বিনিয়োগের সম্ভাবনা বাংলায়, নবান্নে ইমামি গ্রুপের সঙ্গে বৈঠক মমতার।
West Bengal CM Mamata Banerjee meet with Emami Group in Nabanna

নজরবন্দি ব্যুরোঃ ইমামি গ্রুপের সঙ্গে (Emami) বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই বোইঠক কে কেন্দ্র করে বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার নবান্নে এই বৈঠক হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে আলোচনা হয় দু’পক্ষের মধ্যে। এই বৈঠকে বাণিজ্য সম্মেলন নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। তবে চিকিৎসা ক্ষেত্রে কী ধরনের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

আরও পড়ুনঃ ১৪ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল ইউক্রেনের বিমান, অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

চলতি বছরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit) বসতে চলেছে আগামী বছরের এপ্রিল মাসে। সূত্রের খবর, এই সম্মেলন থেকে বিপুল পরিমাণে বিনিয়োগ পেতে চাইছে রাজ্য সরকার। সেই কারনে একটি টাস্ক ফোর্সও গঠন করা হচ্ছে বলে খবর। এদিনের বৈঠকের পর বিশেষজ্ঞ মহলের ধারণা আন্তর্জাতিক শিল্প সম্মেলনে থাকতে পারে ইমামি গ্রুপও। তারা বড় বিয়োগ করতে পারে বাংলায়।

উল্লেখ্য, কদিন আগেই রাজ্যে বিনিয়োগ টানতে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প সম্মেলনের আগে গৌতম আদানির (Goutam Adani) ছেলে তথা আদানি পোর্টের (Adani Port) চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) করন আদানির (Karan Adani) সাথে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। প্রায় দেড় ঘন্টা বৈঠক হয় দুজনের। সূত্রের খবর, কমবেশি নয়া শিল্প নিয়ে কথা পাকা হয় গিয়েছে সেই বৈঠকে।

ইমামি বা আদানীর সঙ্গে মমতার বৈঠক সিঙ্গুরে ন্যানো কারখানার স্মৃতি রোমান্থন করাচ্ছে। বিপুল অর্থ বিনিয়োগের পর বাংলা থেকে টাটার বিদায়ের পর আর বড় কোনও শিল্পপতিরা মমতার জমানায় আসতে সাহস দেখাননি। বরং সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলন পরবর্তীকালে মমতাকে ক্ষমতার আসনে বসিয়ে দেয়৷। তারপর থেকে প্রায় এক দশক কোন বড় শিল্পপতি বাংলায় বড় শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখাননি। এই পরিস্থিতিতে শিল্পপতিদের সঙ্গে মমতার বৈঠক যথেষ্ট আশার আলো দেখাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বড় বিনিয়োগের সম্ভাবনা বাংলায়, নবান্নে ইমামি গ্রুপের সঙ্গে বৈঠক মমতার

বড় বিনিয়োগের সম্ভাবনা বাংলায়, নবান্নে ইমামি গ্রুপের সঙ্গে বৈঠক মমতার
বড় বিনিয়োগের সম্ভাবনা বাংলায়, নবান্নে ইমামি গ্রুপের সঙ্গে বৈঠক মমতার

সূত্রের খবর, চিকিৎসা বিজ্ঞানে ইমামি গ্রুপ এবং সমুদ্র বন্দরে বিনিয়োগ করতে চলেছে আদনি গোষ্ঠী। তাজপুরে তৈরি হবে এই গভীর সমুদ্র বন্দর। আর সেই নির্মাণের জন্য দরপত্র চেয়ে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যেই  যেখানে গভীর সমুদ্রবন্দর তৈরি হবে সেই জায়গা পরিদর্শন করে গিয়েছেন আদানি শিল্পগোষ্ঠীর কর্মকর্তারা।