নজরবন্দি ব্যুরো: আগামী ১৯ তারিখ মাধ্যমিকের ফলপ্রকাশ। একজন শিক্ষার্থীর শিক্ষাগত জীবনের প্রথম বড় ধাপ। পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও যথেষ্ট চিন্তার মধ্যে থাকে। শুক্রবার সকাল ১০ টায় সাংবাদিক সম্মেলনে ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। দুপুর ১২ টা থেকে রেজাল্ট অনলাইনে দেখতে পারবে পরীক্ষার্থীরা। কোথায় কীভাবে রেজাল্ট দেখা যাবে? বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Congress-JDS জোট ভাঙে সিদ্দারামাইয়ার কারণেই! বিস্ফোরক BJP নেতা
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানতে প্রথমেই মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.org-এ লগ ইন করতে হবে। এরপর হোম পেজে WB 10th result 2023-এর লিঙ্ক দেখা যাবে। ওই লিঙ্কে ক্লিক করলে একটি নতুন লগ ইন পেজ খুলে যাবে। সেখানে পরীক্ষার্থীর জন্ম তারিখ এবং রোল নম্বর দিতে হবে। প্রক্রিয়া সম্পন্ন হলেই চলে আসবে মার্কশিট। এখান থেকেই রেজাল্ট ডাউনলোড করা যাবে।

গত ৪ মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল, মে মাসেই ফল প্রকাশ করা হবে। সেইমতই প্রস্তুতি শুরু হয়েছিল। গত ১০ মে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটে জানান, “১৯ মে, শুক্রবার সকাল ১০ টায় মাধ্যমিক ২০২৩-এর ফলাফল প্রকাশিত হবে।” মাধ্যমিক পরীক্ষার সময়ে উপনির্বাচন থাকায় সময়সূচিতে পরিবর্তন আনা হয়। ২৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল। ওই দিনই মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই কারণে ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ ইতিহাস পরীক্ষা নেওয়া হয়। মার্চের ৪ তারিখ শেষ হয় মাধ্যমিক পরীক্ষা।
উল্লেখ্য, আগামী ২৪ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। সদের অফিশিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখানো হবে। ৩১ মে স্কুল থেকে মার্কশিট পাবে পরীক্ষার্থীরা। ২৮ মে, বুধবার বেলা বারোটা থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা। wbchse.nic.in , wbresults.nic.in , http://www.exametc.com ও http://www.indiaresults.com ওয়েবসাইটগুলিতে ফলাফল দেখা যাবে। এছাড়া এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও নম্বর জানা যাবে।
শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশ, কোথায় দেখবেন মার্কশিট
