হারাচ্ছে সম্পর্ক, সম্পর্কের উষ্ণতা, দায়িত্ব কর্তব্যের পরিধি , এ যেন এক ‘কৃষ্ণগহ্বর’

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বাস করুন খুব দ্রুত ভাঙছে। নদীর ভাঙ্গনের থেকেও তীব্র, হিমবাহের গলনের চেয়েও দ্রুত ভাঙছে সামাজিক বাঁধন। আসলে আমরা ধীরে ধীরে একটা আবস্ট্রাক্ট ওয়ার্ল্ড এর বাসিন্দা হচ্ছি। যেখানে খবরের চ্যানেল যা দেখাচ্ছে আমরা সেভাবেই খবর দেখছি। রাজনৈতিক দল যেভাবে নিজেদের প্রবাব বিস্তার করতে চাইছে আমরা ঠিক তেমনটাই প্রভাবিত হচ্ছি।

আরও পড়ুনঃ পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ মোদীর, ভারতে আসার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

সোশ্যাল মিডিয়া যেভাবে আমাদের নিয়ন্ত্রণ করতে চাইছে আমরা সেভাবেই তাদের বশ্যতা স্বীকার করছি। গ্ল্যামার দুনিয়া যেমনটা আমাদের কাছ থেকে প্রত্যাশা করছে আমরা ঠিক সেভাবেই তাদের সহযোগিতা করছি। খেলার দুনিয়া যেভাবে আমাদের জুড়ে থাকতে চাইছে আমরা তেমনটাই আচরণ করছি। টিভি, সিরিয়াল, সিনেমা যেমনটা দেখাচ্ছে আমরা সেটাই নিজেদের ক্ষেত্রেও অনুকরনের চেষ্টা করে যাচ্ছি। এতে সত্যি সত্যি আমাদের নিজস্বতা হারিয়ে যাচ্ছে। হারাচ্ছে আমাদের পৃথক চিন্তা করার ক্ষমতা, ভাবনার জগৎ, চেতনার পরিধি, বিবেকের রাস্তা!!

হারাচ্ছে সম্পর্ক, সম্পর্কের উষ্ণতা, দায়িত্ব কর্তব্যের পরিধি
হারাচ্ছে সম্পর্ক, সম্পর্কের উষ্ণতা, দায়িত্ব কর্তব্যের পরিধি

এখানেই শেষ নয়… হারাচ্ছে সম্পর্ক….. সম্পর্কের উষ্ণতা….. দায়িত্ব/ কর্তব্যের পরিধি….. ভালোবাসার ক্ষেত্র! আজকের দিনে কতজন পড়ার বা কাজের ক্ষেত্রের বাইরের বই পড়ে? কতজনই বা নিজের/ নিজেদের সাংস্কৃতিক শেকড়ের খোঁজ করে? কতজনই বা গভীর আরো গভীর পর্যন্ত ভাবতে পারে? গ্লোবাল ওয়ার্মিং থেকে যেমন পৃথিবীকে বাঁচানো দরকার ঠিক তেমনি ডিজিটাল/ প্রগতির এই জাল থেকেও আমাদের একদিন ফিরতে হবে।

হারাচ্ছে সম্পর্ক, সম্পর্কের উষ্ণতা, দায়িত্ব কর্তব্যের পরিধি

এখন আমরা খুব সহজে কোনো ঘটনার দ্বারা যেমন প্রভাবিত হচ্ছি ঠিক তেমনই খুব দ্রুত সেটা ভুলে অন্য ঘটনার ভেতরে ঢুকে যেতে দেরি করছি না। সম্পর্কের উষ্ণতা যেন শীতের পাতার মতন যেকোন সময়ে খসে পড়বে বলেই শুধু আটকে থাকছে আজকের দিনে। গান থেকে সুর চলে যাচ্ছে। ইতিহাস থেকে আবেগ সরে যাচ্ছে। কাজের থেকে সম্মান চলে যাচ্ছে!

হারাচ্ছে সম্পর্ক, সম্পর্কের উষ্ণতা, দায়িত্ব কর্তব্যের পরিধি

বিকাশ/ প্রগতির রাস্তায় দেশ অগ্রসর হতে থাকলেও যাদের জন্য এসব, সেই প্রজন্মের মানসিক স্বাস্থ্যরক্ষা আগামীর জন্য নিশ্চিত একটা বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তেও কোনো দেশ কোনো সরকার কোনো রাজনৈতিক দল কোনো প্রতিষ্ঠান কোনো এনজিও এটা নিয়ে ভাবতে পারছে না বা ভাবলেও সভ্যতার প্রগতি এবং সামান্য মানবিক চেতনা/ মূল্যবোধ এর এই লড়াই থেকে বেরিয়ে আসার কোনো উপায় খুঁজে পাচ্ছে না।

হারাচ্ছে সম্পর্ক, সম্পর্কের উষ্ণতা, দায়িত্ব কর্তব্যের পরিধি , এ যেন এক ‘কৃষ্ণগহ্বর’

আপনি হাঁটতে চাইবেন, রাস্তা নেই। আপনি খেলতে চাইবেন, মাঠ পাবেন না। আপনি বিপদে আছেন, লোক পাবেন না। আপনি ভালোবাসার ক্ষুধার্থ, সঙ্গী পাবেন না। আপনি বৃদ্ধ, হাত রাখার মতন কাধ পাবেন না। আপনি যুবক/যুবতী, পরামর্শ করার মাথা পাবেন না।

হারাচ্ছে সম্পর্ক, সম্পর্কের উষ্ণতা, দায়িত্ব কর্তব্যের পরিধি

আপনি নেতা, সাথী পাবেন না। এই নাই এর দেশে আপনার ভরসা শুধু আপনার নিজস্বতা, উপলদ্ধি, জ্ঞান, সাহস, পজিশন আর ওয়ালেট। বিনয়, সমর্পণ, ত্যাগ, সহজতা, সরলতা, নিঃস্বার্থ, প্রকৃত প্রেম যেদিন সমাজ থেকে সম্পূর্ণ হারিয়ে যাবে সেদিন কোনো কোমল মন আর স্বপ্ন দেখতে পারবে না….. স্বপ্নহীন সেই জীবন মৃত্যু ছাড়া আর কি??

হারাচ্ছে সম্পর্ক, সম্পর্কের উষ্ণতা, দায়িত্ব কর্তব্যের পরিধি

কিছুদিন আমি আজকালকার ট্রেন্ড গান শুনছিলাম, কোনো মেলোডি নেই !! কি আছে তবে?? কোকো কোলা তু…..!!!!!! Just jock….and we are becoming jocker gradually।

লেখকঃ ঊত্তম পণ্ডিত (শিক্ষক)

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...