ছুটির দিনে যাত্রীদের হয়রানির সম্ভাবনা, রবিবার বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন

নজরবন্দি ব্যুরো: সপ্তাহের বাকি দিনের তুলনায় রবিবার লোকাল ট্রেনে ভিড় কম থাকে। নিত্যদিনের অফিসযাত্রীদের ছুটি। ওইদিন এমনিতেই অনেক ট্রেন বাতিল থাকে। তবে অনেকেই ছুটি উপভোগ করতে কোথাও ঘুরতে যেতে চান। আগামীকালও কেউ কেউ এমন কোনও প্ল্যান করে রেখেছেন। তবে এই রবিবার (২৪ সেপ্টেম্বর) যাত্রীদের হয়রানির সম্ভাবনা রয়েছে। আগামীকাল একাধিক শাখায় লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: কসবাকাণ্ডে নয়া মোড়! স্কুলে ছাত্র-মৃত্যুর তদন্তভার লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে

রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনের হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে। সেই কারণে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একনজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে। হাওড়া থেকে ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫ ও ৩৭৯১৫ ট্রেনগুলি বাতিল থাকবে। ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ৩৭৫৩৬, ৩৭৫৩৮, ৩৭৭৪৯ ট্রেনগুলি। ৩৬৮৪২, ৩৬৮৪৪ ট্রেনগুলি বাতিল থাকবে বর্ধমান থেকে। নৈহাটি থেকে ৩৭৫৩৫, ৩৭৫৩৭ ট্রেনগুলি এবং তারকেশ্বর থেকে ৩৭৩২৬ নম্বর ট্রেনটি বাতিল থাকবে।

 ছুটির দিনে যাত্রীদের হয়রানির সম্ভাবনা, রবিবার বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন

লোকাল ট্রেন বাতিলের (Local Train Cancelled) পাশাপাশি কিছু ট্রেনের সময়সূচিতেও বদল আনা হয়েছে। ০৩০৯৫ কাটোয়া-আজিমগঞ্জ মেমু স্পেশাল নির্ধারিত সময়ের থেকে ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল ১৫ মিনিট দেরিতে ছাড়বে। ৩৭৭৫১ ব্যান্ডেল-কাটোয়া লোকালও নির্ধারিত সময়ের তুলনায় ১৫ মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। ৩৭৩১৭ হাওড়া-তারকেশ্বর লোকাল ২০ মিনিট দেরিতে ছাড়বে। ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস এবং ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস যথাক্রমে ৫০ মিনিট ও ৩০ মিনিট দেরিতে ছাড়বে।

 ছুটির দিনে যাত্রীদের হয়রানির সম্ভাবনা, রবিবার বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন

জানা গিয়েছে, রবিবার হাওড়া ডিভিশনের রেলের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে। এরফলে যাত্রীদের ভোগান্তির সম্ভাবনা থেকে যাচ্ছে। ছুটির দিন হলেও ভিড় বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

ছুটির দিনে যাত্রীদের হয়রানির সম্ভাবনা, রবিবার বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন

 ছুটির দিনে যাত্রীদের হয়রানির সম্ভাবনা, রবিবার বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন
ছুটির দিনে যাত্রীদের হয়রানির সম্ভাবনা, রবিবার বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন