নজরবন্দি ব্যুরো: ‘৭০ এবং ’৮০-র দশকে ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার অ্যান্টনি রেবেলো প্রয়াত হলেন। দু’টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮২ সালে তিনি কুয়ালালামপুরে মারডেকা কাপে ভারতের সদস্য ছিলেন।
আরও পড়ুনঃ মেসির প্রাক্তন কোচকে আনতে চলেছেন লাল-হলুদে!
ভারতের এই প্রাক্তন ফুটবলারের সোমবার মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৬৫ বছর। ৭০ এবং ৮০-র দশকে ভারতের অন্যতম সেরা এই দু’টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮২ সালে কুয়ালালামপুরে মারডেকা কাপে ভারতের সদস্য ছিলেন। সে বছরই দক্ষিণ কোরিয়ার সোলে প্রেসিডেন্টস কাপেরও দলে ছিলেন।
ঘরোয়া ফুটবলে দীর্ঘ দিন খেলেছেন সালগাঁওকরের হয়ে। ১৯৭৭ সাল থেকে সেই ক্লাবের হয়ে খেলা শুরু করেন। টানা ১১ মরসুম খেলেছেন। ১৯৮৩-৮৪ সালে গোয়া প্রথম বার সন্তোষ ট্রফি জেতার সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
প্রয়াত ভারতীয় ফুটবলার, শোকজ্ঞাপন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের
রেবেলোর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। তিনি বলেছেন, “ ‘৭০ এবং ‘৮০র দশকে রেবেলো ছিলেন অন্যতম সেরা ডিফেন্ডার। তাঁর দক্ষতা এবং হার না মানা মনোভাব সবার কাছে ছিল শিক্ষণীয়। ওঁর পরিবারের প্রতি থাকছে আমার সমবেদনা।”