শেষ ২ বলে সব শেষ, ভেঙে পড়েছেন মোহিত শর্মা
last 2 balls are all over, Mohit Sharma is broken

নজরবন্দি ব্যুরো: আইপিএল ফাইনালে শেষ ২ বলে ১০ রান হজম করেছিলেন গুজরাট টাইটান্সের তারকা বোলার মোহিত শর্মা। অতীতে দলকে কঠিন পরিস্থিতিতে জিতিয়েছিলেন মোহিত। তাই ফাইনালে মহেন্দ্র সিং ধোনির দলকে আটকানোর জন্য শেষ ওভারে মোহিতের হাতে বল তুলে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন: হাত দিয়ে অসভ্য যৌন ইঙ্গিত! নেটিজেনদের রোষানলে সচিব জয় শাহ

কিন্তু তিনি পারেননি। সদ্য শেষ হওয়া আইপিএলের মঞ্চে দারুণ কামব্যাক করেছেন মোহিত তা ঠিক। কিন্তু ফাইনাল ম্যাচে তাঁর করা শেষ ২ বলে চেন্নাই তোলে ১০ রান। ফলে পরপর দু’বার আইপিএল জেতার স্বপ্নভঙ্গ হয় গুজরাটের। আর সেই কারনেই তিনি ট্র্যাজিক নায়ক হয়েই থেকে গেলেন।

Mohit Sharma: শেষ ২ বলে সব শেষ, ভেঙে পড়েছেন মোহিত শর্মা

এখন রাতের ঘুম গিয়েছে তাঁর। হারের ক্ষতে এখনও প্রলেপ পড়েনি। নিরন্তর ভেবেই চলেছেন, আর কী করতে পারতেন তিনি! মনে উঠছে প্রশ্নের ঝড়। কিন্তু উত্তর খুঁজে পাচ্ছেন না মোহিত শর্মা। মোহিত বলছেন,

Mohit Sharma: শেষ ২ বলে সব শেষ, ভেঙে পড়েছেন মোহিত শর্মা
শেষ ২ বলে সব শেষ, ভেঙে পড়েছেন মোহিত শর্মা

”আমি ঘুমোতেই পারছি না। ভাবছি আলাদা কী করলে ম্যাচটা জেতা যেত। কী ধরনের ডেলিভারি করতে পারতাম, এসব চিন্তাই মাথায় ঘুরপাক খাচ্ছে। মোটেও ভাল অনুভূতি নয়। তাল কেটে গিয়েছে। কিন্তু চেষ্টা করছি এগিয়ে চলার।”

শেষ ২ বলে সব শেষ, ভেঙে পড়েছেন মোহিত শর্মা

Mohit Sharma: শেষ ২ বলে সব শেষ, ভেঙে পড়েছেন মোহিত শর্মা

তিনি আরও বলেন, ”আমি কী করতে চাই সেই দিক থেকে আমি পরিষ্কার ছিলাম। নেটে এই ধরনের পরিস্থিতি তৈরি করে আমি আগেও বল করেছি। সেই কারণে আমি বল চেয়ে নিয়েছিলাম। সবক’টা বল ইয়র্কার করতে চেয়েছিলাম। মন যা বলছিল, সেটাই আঁকড়ে ধরেছিলাম।”