হাত দিয়ে অসভ্য যৌন ইঙ্গিত! নেটিজেনদের রোষানলে সচিব জয় শাহ
Intimate sex! Secretary Jai Shah in the fire of netizens

নজরবন্দি ব্যুরো: ভালোভাবেই ভাবেই শেষ হয়েছে আইপিএল। কোনও বিতর্কের অবকাশ ছাড়াই। টানটান থ্রিলারের চিত্রনাট্যের স্ক্রিপ্ট মেনে শেষ বলে জয় হাসিল করেছেন জাদেজা-ধোনিরা। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে কোনও বিতর্কের প্রভাব পড়েনি। এমন রোমাঞ্চকর ফাইনাল দেখে যে কোনও মানুষ উত্তেজনায় ফুটবেন।

আরও পড়ুন: Abhishek Banerjee-র কনভয়কাণ্ডে গ্রেফতার আরও ১ কুড়মি আন্দোলনকারী, ধৃতের সংখ্যা বেড়ে ১০

JOY SHAH: হাত দিয়ে অসভ্য যৌন ইঙ্গিত! নেটিজেনদের রোষানলে সচিব জয় শাহ

স্টেডিয়ামে উপস্থিত বোর্ড সচিব জয় শাহ তার ব্যতিক্রম নন। চেন্নাই সুপার কিংসের রান তাড়া করার সময় জয় শাহের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিয়ো ছড়াতে সময় লাগেনি। হঠাৎ এমন বিতর্কিত অঙ্গভঙ্গী করে প্রবল সমালোচনার মুখে পড়েছেন বোর্ড সচিব।

JOY SHAH: হাত দিয়ে অসভ্য যৌন ইঙ্গিত! নেটিজেনদের রোষানলে সচিব জয় শাহ

এমনিতে তিনি বোর্ড সচিব। সেইসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টও বটে। আইপিএল ফাইনাল দেখতে ভারতীয় বোর্ডের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদস্যদের।

হাত দিয়ে অসভ্য যৌন ইঙ্গিত! নেটিজেনদের রোষানলে সচিব জয় শাহ

JOY SHAH: হাত দিয়ে অসভ্য যৌন ইঙ্গিত! নেটিজেনদের রোষানলে সচিব জয় শাহ

যেখানে আসন্ন এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সীমারেখা নির্ধারণ করার বিষয় ছিল। এছাড়াও বোর্ডের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বরেণ্য ক্রিকেটাররাও হাজির ছিলেন। এই অবস্থায় বিসিসিআই সচিবের মতো পদে থেকে এমন পাড়ার ছেলে ছোকরার মতো ভাবভঙ্গী অনেকেই মেনে নিতে পারছেন না। যা নিয়ে নেটিজেনরা কার্যত ধিক্কার জানাচ্ছেন জয় শাহকে। সবমিলিয়ে আপাতত বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় শাহ।