নজরবন্দি ব্যুরো: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে প্রতিবছর বসে চাঁদের হাট। বলিউড ও টলিউডে বহু তারকা একই মঞ্চে উপস্থিত থাকেন। এবারেও তার ব্যতিক্রম নয়। আগামী মাসের শুরুতেই আয়োজিত হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলতি বছরে রয়েছে একটি বড় চমক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সলমন খান। তবে আসতে পারছেন না অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।
আরও পড়ুন: শুরু হতে চলেছে বিশ্ব বাণিজ্য সম্মেলন, নবান্নে বৈঠক ডাকলেন মমতা
গত কয়েক বছর ধরেই কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ ছিল নক্ষত্রখচিত। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রাখী গুলজার, টলিউডের দেব, কোয়েল, সোহম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ অনেক কলাকুশলী মঞ্চে উপস্থিত থাকেন। জানা গিয়েছে, এবারেও অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গত জুলাই মাসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মুম্বই সফরকালীন সময়ে রাখি বন্ধন উৎসব উপলক্ষে বিগ বি’র বাসভবন ‘জলসা’য় গিয়েছিলেন। সেইসময়েও তাঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। এমনকি জানা যায়, কলকাতা চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনকে কবিতা আবৃত্তি করার কথাও বলেছিলেন।
সেইসময় অমিতাভ বচ্চন কলকাতা চলচ্চিত্র উৎসবে আসার কথা জানালেও এখন জানা যাচ্ছে কিছু সমস্যার কারণে আগামী মাসে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না তিনি। জানা গিয়েছে, বলিউড শেহেনশাহ তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। আর এই কারণেই তিনি আসতে পারবেন না বলেও খবর। তবে জয়া বচ্চন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। অন্যদিকে, কলকাতা চলচ্চিত্র উৎসবের ‘প্রাণ’ শাহরুখ খানকেও এবারে দেখা যাবে না। পূর্ব নির্ধারিত কাজের কারণে সময় বের করে উঠতে পারবেন না বাদশা।
আগামী ৫ ডিসেম্বর ডিসেম্বর শুরু হচ্ছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের কাছে উপরি পাওনা বলিউড ‘ভাইজান’ সলমন খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন তিনি। ইতিমধ্যেই সলমনের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘টাইগার থ্রি’ বক্স অফিসে রমরমা ছড়িয়েছে। এরইমধ্যে তাঁর কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে উপস্থিত থাকার খবরে শিলমোহর পড়তেই উচ্ছ্বাস দ্বিগুণ হয়েছে।
কলকাতা চলচ্চিত্র উৎসবে বড় চমক Salman Khan, একমঞ্চে দেখা যাবে না শেহেনশাহ-বাদশা-ভাইজান’কে
