Manik Bhattacharya-র মামলায় রিপোর্ট তলব! তদন্ত বন্ধ কেন? প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Justice Ganguly Wants Report From CBI

নজরবন্দি ব্যুরো: তদন্ত বন্ধ কেন? এবার প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়ল সিবিআই। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আজকের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতার হওয়ার মানিক ভট্টাচার্যের মামলার রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন:ফের সাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! পরিণত হতে পারে গভীর নিম্নচাপে

সূত্রের খবর, সোমবার মানিক ভট্টাচার্যের মামলায় সিবিআই-এর কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে বলা হয়, আগামী কয়েক ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “ওএমআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট মানিকের জেরায় স্থগিতাদেশ দিলেও তাঁর বিরুদ্ধে তদন্ত বন্ধ করার তো কোনও নির্দেশ দেওয়া হয়নি। তারপরও কেন প্রাক্তন পর্ষদ সভাপতির বিরুদ্ধে তদন্ত বন্ধ? আজকেই মানিক মামলায় রিপোর্ট জমা দিতে হবে।”

Manik Bhattacharya-র মামলায় রিপোর্ট তলব, তদন্ত বন্ধ কেন, প্রশ্ন বিচারপতির 

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মানিককে গ্রেফতার করেছিল সিবিআই। পাশাপাশি ওএমআরশিট দুর্নীতি মামলাতেও নাম জড়ায় প্রাক্তন পর্ষদ সভাপতির। অন্যদিকে, পোস্টিং দুর্নীতি মামলায়তেও মানিককে একাধিকবার জেরা করা হয়েছিল। কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্টে গেলে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। শীর্ষ আদালতের যুক্তি ছিল, ওই মামলায় পার্টি ছিলেন না মানিক।

Manik Bhattacharya-র মামলায় রিপোর্ট তলব, তদন্ত বন্ধ কেন, প্রশ্ন বিচারপতির 

সোমবার দুর্নীতি মামলায় শুনানি থাকলে বিচারপরি জানান যে, শীর্ষ আদালত জেরায় নিষেধাজ্ঞা দিলেও মানিকের বিরুদ্ধে তদন্ত কেন করছে না সিবিআই?এরপরেই আদালতে সিবিআই-এর আইনজীবী জানান, তদন্ত বন্ধ নেই। কিছু অগ্রগতি হয়েছে। কিন্তু একাধিকবার জেলে গিয়েও মানিককে জিজ্ঞাসাবাদ করলেও তিনি সহযোগিতা করেননি।

Manik Bhattacharya-র মামলায় রিপোর্ট তলব, তদন্ত বন্ধ কেন, প্রশ্ন বিচারপতির 

Manik Bhattacharya-র মামলায় রিপোর্ট তলব, তদন্ত বন্ধ কেন, প্রশ্ন বিচারপতির