নজরবন্দি ব্যুরোঃ প্রায় দুবছর পার হয়ে গিয়েছে ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের বিয়ের। ২০২১ সালে তারা সাতপাকে বাঁধা পড়েছিলেন। এই সেলিব্রিটি দম্প্রতিকে নিয়ে কিন্তু অনুরাগীদের উৎসাহের শেষ নেই। তাদের প্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কবে মা হবেন এই নিয়ে প্রায় বিগত একবছর ধরে গুঞ্জন চলছিল। তবে এই গুঞ্জন আরও তীব্র হয় সম্প্রতি।
আরও পড়ুনঃ ‘মেকআপ ছাড়া তো আপনাদের চেনা দায়’ কটাক্ষের শিকার ‘মিঠাই’ সিরিয়ালের শ্রীতমা
বেশ কিছুদিন ধরেই ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। এমনকি সম্প্রতি অম্বানীদের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল গণেশ পুজো। সেখানে ভিকি একা উপস্থিত ছিলেন। তার সাথে ক্যাটরিনা ছিলেন না। ফলে এই ঘটনাটি সামনে আসা মাত্রই নেটিজেনদের মনে একাধিক প্রশ্ন দানা বাঁধে।

তবে কি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন অভিনেত্রী। তবে শুধু আম্বানীর অনুষ্ঠানে অনুপস্থিত নয়, বিভিন্ন জায়গায় যেমন বিমানবন্দরে বা কোন প্রচারের অনুষ্ঠানে অভিনেত্রীকে বিশেষ যত্ন করা হচ্ছিল। এমনকি সম্প্রতি তাকে বেশ ঢিলাঢালা পোশাকে দেখা যাচ্ছিল।
বেবিবাম্প লুকোতেই কী ক্যামেরার আড়ালে থাকতে চান ক্যাটরিনা? কি জানালেন অভিনেত্রী?
তবে এই গুঞ্জন যে কেবলমাত্রই গুঞ্জন তা প্রমানিত হল। ক্যাটরিনার ঘনিষ্ঠমহল সুত্রে দাবী তিনি অন্তঃসত্ত্বা নয়। বরং তার হাতে এখন একগুচ্ছ ছবির কাজ রয়েছে। তা নিয়েই এখন তিনি ব্যস্ত। ফলে তাকে বেশকিছু দিন ক্যামেরার সামনে দেখা যায়নি। ‘মেরি ক্রিসমাস’ ছবি তার পরবর্তী টার্গেট। এই ছবির মাধ্যমেই দ্বি-ভাষিক ছবিতে অভিষেক ঘটবে তার। ছবিটি হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে।