নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছু সময় ধরেই রাজ্যের সরকারি হাসপাতাল গুলির নার্স ও স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে একাধিক সুযোগ সুবিধার দাবি নিয়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহন করা হলেও বদলায়নি কোন কিছুই। বরং সেবার আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রায় ৩৫ জন কেই বদলি করে দেওয়া হয়েছিল অন্যত্র। তাই নিজেদের দাবি কে আবার ও তুলে ধরতে আজ রাজপথে জমায়েত করতে দেখা গেল সরকারি হাসপাতালের নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের।
আরও পড়ুনঃ ধর্নার সুফল, তৃণমূল সাংসদদের সঙ্গে সাক্ষাতে রাজি অমিত শাহ
জানা গিয়েছে, বিগত কয়েকমাস ধরে অন্যান্য সরকারি কর্মচারীদের সঙ্গে বেতন সংক্রান্ত বিষয় নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে স্বাস্থ্যকর্মী ও নার্সদের। তাই এই সংক্রান্ত বিষয় নিয়ে দিনকয়েক আগে আন্দোলন কর্মসূচি গ্রহন করা হলে সেখানে যুক্ত থাকা প্রায় ৩৫ থেকে ৩৬ জন নার্স কে বদলি করা হয় অন্যত্র।
মেটাতে হবে বৈষম্য, সেই দাবিতে শহরের রাজপথে নার্স ও স্বাস্থ্যকর্মীরা

তাই বেতন বৈষম্য দূর করে সকলের সমবেতনের দাবি তে এবং বদলির নির্দেশ পাওয়া কর্মীদের অবিলম্বে আগের স্থানে ফিরিয়ে আনার দাবিতে আজ এসএসকেএম সংলগ্ন রবীন্দ্রসদন চত্বর ঘেরাও করে নার্স ও স্বাস্থ্যকর্মী সংগঠন। তবে শেষপর্যন্ত কি পরিকল্পনা নেওয়া হয় এখন সেদিকেই নজর সকলের।
