এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য, বাংলার তিতাসের হাত ধরে ক্রিকেটে সোনা পেল ভারত
Indian Women's Cricket Team won Gold in Asian Games

নজরবন্দি ব্যুরোঃ এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দল সোনা জিতে নিল। আর এই সোনা এল বাংলার তিতাস সাধুর হাত ধরে। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১১৬ রানে শেষ হয়ে যায় হরমনপ্রীতদের ইনিংস। তারপরেই বল হাতে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিতাস। ফলে, ১৯ রানে ফাইনাল জিতে এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা হাসিল করল ভারত।

আরও পড়ুনঃ বিশ্ব রেকর্ড গড়ে এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক ভারতের

শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরুতেই ওপেনার শেফালি বর্মার উইকেট হারালেও স্মৃতি মন্ধানা ও জেমাইমা রড্রিগেজের মধ্যে একটা ভালো পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটির দাপটে ভারত ১৫ ওভারের আগেই ৮৯ রানে পৌঁছে যায়। কিন্তু তারপরেই শেষ পাঁচ ওভারে পর পর উইকেট পড়তে শুরু করে।

এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য, বাংলার তিতাসের হাত ধরে ক্রিকেটে সোনা পেল ভারত
এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য, বাংলার তিতাসের হাত ধরে ক্রিকেটে সোনা পেল ভারত

বড় শট খেলতে গিয়ে প্রথমে আউট হন জেমাইমা। তারপর মাত্র ২৭ রানে ভারতের ৬ উইকেট পড়ে যায়। ফলে, একটা সময় যেটা মনে হচ্ছিল রান ১৪০-এর কাছাকাছি যেতে পারে সেই রান কমে মাত্র ১১৬ তেই শেষ হল ভারতীয় ইনিংস। ফলে, বল করার আগে অনেকটাই চাপে ছিলেন হরমনপ্রীতরা।

এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য, বাংলার তিতাসের হাত ধরে ক্রিকেটে সোনা পেল ভারত

কিন্তু, অধিনায়কের সেই চাপ কমিয়ে দিলেন আজকের ম্যাচের ‘নায়িকা’ তিতাস সাধু। ৪ ওভার বল করে ৩ উইকেট নিলেন তিনি। যার মধ্যে ১ ওভার মেডেন। শেষ ৪ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৪০ রানের। কিন্তু মাত্র ৯৭ রানেই শেষ হয়ে গেল তাঁদের ইনিংস। ১৯ রানে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে এশিয়ান গেমসে এখনও পর্যন্ত দ্বিটিয় সোনা জিতে নিল ভারত।

এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য, বাংলার তিতাসের হাত ধরে ক্রিকেটে সোনা পেল ভারত

এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য, বাংলার তিতাসের হাত ধরে ক্রিকেটে সোনা পেল ভারত

প্রসঙ্গত, ২০১৭ বিশ্বকাপ ফাইনাল, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল এবং গত বছরের কমনওয়েলথ গেমস সব ক্ষেত্রেই যেন তীরে এসে তরি ডুবছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। এবার কিন্তু তা হল না। সোনা পেল ভারত। আর ভারতীয় মহিলাদের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি দেশবাসীরা। হরমনপ্রীতদের এই কীর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সভাপতি জয় শাহ।