নজরবন্দি ব্যুরো: চলতি এশিয়ান গেমসের দ্বিতীয় দিন সকালে বড় সাফল্য পেল ভারত। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতল দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ বালাসাহিব ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমারের দল। তবে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্ব রেকর্ড গড়ে ফেলল ভারত।
আরও পড়ুন: মানসিক অশান্তিতে জেরবার হতে পারেন, দেখুন আজ কোন রাশির ভাগ্যে কী রয়েছে?
১০ মিটার পুরুষদের রাইফেল (টিম) বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে ভারত। ভারতীয় ত্রয়ীর মোট স্কোর ১৮৯৩.৭। কোরিয়া প্রজাতন্ত্র ১৮৯০.১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় ও ১৮৮৮.২ পয়েন্ট নিয়ে তৃতীয় হল চিন। শুটিং ছাড়াও দ্বিতীয় দিনে ব্রোঞ্জ পদকও জিতেছে ভারত। মেন্স ফোর বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ব্রোঞ্জ পেয়েছেন। তাঁরা ৬:১০:৮১ সময় করেছেন।
এই বিভাগে সোনা পেয়েছে উজবেকিস্তান। তাদের সময় ৬:০৪:৯৬। রুপো পেয়েছে চিন। তাদের সময় ৬:১০:০৪। ‘কোয়াড্রপল স্কালস’ বিভাগে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন সতনম সিংহ, পারমিন্দর সিংহ, জাকার খান এবং সুখমিত সিংহ। শুটিংয়ে আরও দু’টি পদক জিতেছে ভারত।
বিশ্ব রেকর্ড গড়ে এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক ভারতের
১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ঐশ্বর্য তোমর। দলগত প্রতিযোগিতায় সোনা জেতার পরে দিনের দ্বিতীয় পদক জিতেছেন তিনি। ২২৮.৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে শেষ করেছেন ঐশ্বর্য।