T20 World Cup 2022: বিশ্বকাপে জয়লাভ করবে ভারত, ভবিষ্যদ্বাণী করলেন তারকা ক্রিকেটার
India will win the World Cup said AB Devilliars

নজরবন্দি ব্যুরোঃ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়লাভ করবে ভারত। বৃহস্পতিবার রোহিতরা ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে ভবিষ্যদ্বাণী করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা খেলোয়াড এবি ডেভিলিয়ার্স। ইংল্যান্ডের মতো প্রতিপক্ষকে এতটা সহজ নেওয়া ঠিক হবে? প্রশ্ন তুলছেন ক্রিকেট অনুরাগীরা।

আরও পড়ুনঃ সামি-অর্শদীপদের জন্য এই ত্যাগ করলেন দলের দুই সিনিয়ার ও কোচ রাহুল, সবটাই ক্রিকেটের জন্য

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবি ডেভিলিয়ার্স বলেন, আমার মনে হয় ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হবে। এরপরেই তিনি বলেন, ভারত এবার বিশস্বকাপ জয় করবে। তাঁর বক্তব্য, এই মুহুর্তে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব দারুণ ফর্মে রয়েছে। ভারতীয় দলে এখন ট্যালেন্টে ভর্তি। তাই ভারটের জয়ের সম্ভাবনা এখন থেকেই করতে পারছেন তিনি।

আর মাত্র ৪৮ ঘন্টা বাকি। ইংল্যনাডের বিরুদ্ধে সেমিফাইনালে নামতে চলেছে ভারত। কিন্তু চলতি বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডকে পরাজিত করতে পারবে ভারত? এই প্রশ্ন ইতিমধ্যেই মাথাচাড়া দিতে শুরু করেছে। কারণ, টি-টোয়েন্টি ফর্ম্যাটে অত্যন্ত শক্তিশালী বেন স্টোকসরা।

বিশ্বকাপে জয়লাভ করবে ভারত, জানালেন ডিভিলিয়ার্স 
বিশ্বকাপে জয়লাভ করবে ভারত, জানালেন ডিভিলিয়ার্স

চোটের কারণে এদিন রোহিতকে নিয়ে সমস্যায় পড়েছে ভারতীয় দল। সেমিফাইনালের আগে দলের সেনাপতিকে হারাতে চলেছে মেইন ইন ব্লুজ। তবে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবদের ওপর ভরসা রাখছে দল। অন্যদিকে ইংল্যান্ডের ভরসা বেন স্টোকস, স্যাম কুরান, জস বাটলাররা।

বিশ্বকাপে জয়লাভ করবে ভারত, জানালেন ডিভিলিয়ার্স 

বিশ্বকাপে জয়লাভ করবে ভারত, জানালেন ডিভিলিয়ার্স 
বিশ্বকাপে জয়লাভ করবে ভারত, জানালেন ডিভিলিয়ার্স

একইসঙ্গে বিশেষ নজরে থাকবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের আরও একটি সেমিফাইনাল পর্ব। কারণ, গ্রুপ লিগে ধাক্কা খেতে খেতে সেমিফাইনালে জায়গা পাওয়া পাকিস্তানের বড় অস্ত্র পেসাররা। অন্যদিকে, ফিন অ্যালেনের ওপর ভরসা রাখছে কিউয়ি বাহিনী।