নজরবন্দি ব্যুরোঃ উৎসবের রেশ কাটতে না কাটতেই ঊর্ধ্বমুখী গ্রাফে ভয় ধরাচ্ছিল দেশের কোভিড গ্রাফ । তবে গত দু’দিনের করোনা সংক্রমণে কিছুটা স্বস্তি। কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছিল স্বাস্থ্যমহল। তবে গত ২৪ ঘণ্টায় আরও কিছুটা সংক্রমণ কমায় স্বস্তি পেল দেশবাসী।
আরও পড়ুনঃ সার্ভিসেসকে হারিয়ে জাতীয় গেমসের ফাইনালে বাংলা, এবার লক্ষ্য সোনা জয়।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ২৪২৪, যা রবিবারের তুলনায় কিছুটা কম। নিম্নমুখী দেশের অ্যাকটিভ কেস অর্থাৎ সক্রিয় রোগীর সংখ্যা এই মুহূর্তে ২৮,০৭৯। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৭৫ শতাংশ।
দৈনিক পজিটিভিটি রেট ২.৬৫ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.২৭ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ২.৬৫ শতাংশ। এদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাতিয়ার ভ্যাকসিন । এখনও পর্যন্ত মোট ২১৮ কোটি ৯৯ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। ১৮ ঊর্ধ্বদের দেওয়া হচ্ছে প্রিকশন ডোজ ও বয়স্কদের বুস্টার ডোজ চলছে।
গত দু’দিনের করোনা সংক্রমণে কিছুটা স্বস্তি, নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ
তবে ঊর্ধ্বমুখী সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনাই লক্ষ্য কেন্দ্রের। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৮ হাজার ০৭৯ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৬২১ জন করোনামুক্ত হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।