AD-1 Missile: প্রতিরক্ষায় নয়া পালক,এবার দূর থেকে শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে ভারত

প্রতিরক্ষায় নয়া পালক,এবার দূর থেকে শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে ভারত
india on wednesday successfully conducted defence interceptor ad-1 missile

নজরবন্দি ব্যুরোঃ  প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। প্রথমবার দূরপাল্লার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ‘এডি–১’-র পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। প্রতিরক্ষা নিয়ে ভারতের মধ্যে কিছুদিন যাবৎ একটি নতুন প্রবনতা দেখা দিয়েছে। বিপক্ষের দেশের সঙ্গে মোকাবিলায় নতুন অস্ত্রের অনুসন্ধান চালাচ্ছিল ভারত। বিশেষ ভাবে  সাম্প্রতিক সময়ে শত্রুপক্ষের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র  খুঁজে বের করতে তৎপর হয়েছিল দেশ। বুধবার অবশেষে এ বিষয়ে সাফল্যপ্রাপ্তি ঘটল।

আরোও পড়ুনঃমোদীর রাজ্যে ডিসেম্বরে নির্বাচন, ঘোষণা কমিশনের

ডিআরডিও বলেছে, তাদের এই পরীক্ষাটি সফল হয়েছে। ওড়িশা উপকূলের এ পি জে আবদুল কালাম দ্বীপ থেকে দ্বিতীয় পর্যায়ের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের (বিএমডি) এই ইন্টারসেপ্টর এডি–১-র পরীক্ষামূলক উৎক্ষেপণটি সম্পন্ন হয়েছে। এর ফলে মিলবে বড় সড়ো সাফল্য, এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা বিভাগ। কেন্দ্রীয় সরকার ইদানীং এই খাতে খরচও যথেষ্ট করে।

প্রতিরক্ষায় নয়া পালক,এবার দূর থেকে শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে ভারত
প্রতিরক্ষায় নয়া পালক,এবার দূর থেকে শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে ভারত

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এর কার্যপ্রনালী। শত্রুপক্ষের হামলার কোনও আশঙ্কা আছে এমন এলাকায় তাদের ক্ষেপণাস্ত্র আটকানোর একটি ব্যবস্থাই হল এই এডি–১। অর্থাৎ, কোনো দিক থেকে ক্ষেপণাস্ত্র হঠাৎ উড়ে এলে এখন থেকে তা সম্পূর্ণ ভাবে রুখে দিতে প্রস্তুত ভারতের নতুন প্রতিরক্ষাব্যবস্থা।

প্রতিরক্ষায় নয়া পালক,এবার দূর থেকে শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে ভারত

AD-1 Missile: প্রতিরক্ষায় নয়া পালক,এবার দূর থেকে শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে ভারত

এডি-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য ডিআরডিওর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এডি-১ ক্ষেপণাস্ত্রকে এক অনন্য আবিষ্কার বলে দাবি করেছেন রাজনাথ সিং। বিশ্বের খুব কম দেশেই এ রকম অত্যাধুনিক প্রযুক্তি আছে বলে মন্তব্য করেন তিনি। শক্তিশালী ভারতকে আরও সমীহ করে চলবে পররাষ্ট্রগুলি, এমনটাই দাবি প্রতিরক্ষামন্ত্রকের।