দুর্গাপুজোর আগেই বাংলাদেশে ফের অঘটন, প্রতিমা ভাঙচুরের অভিযোগ
idol allegedly attacked in bangladesh

নজরবন্দি ব্যুরো: ফের বাংলাদেশে ঘটল অঘটন। ভোটমুখী বাংলাদেশে সাম্প্রদায়িক হানাহানির অভিযোগ উঠল। প্রতিমা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দায় সরব হয়েছেন ওদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। ইতিমধ্যেই এই ঘটনায় শোরগোল ছড়িয়েছে। পাশাপাশি ঘটনার পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: মৃতের সংখ্যা বাড়াচ্ছে ডেঙ্গুর আতঙ্ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় জেলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ

ঘটনাটি ঘটেছে ঢাকা থেকে ৭০ কিলোমিটার দূরের টাঙ্গাইলের দেলদুয়ারে। সেখানে আটিয়া ইউনিয়নের হিংগানগর কামান্না সরকারপাড়া মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিমা ভাঙচুর করার ঘটনার ওই মন্দির কমিটির সভাপতি জানান, সামনেই দুর্গাপুজো। আর পুজো উপলক্ষ্যে মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছিল। কিন্তু শনিবার দেখা যায় যে, মন্দিরের ভিতরে থাকা গণেশ, সরস্বতী, অসুর-সহ কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

দুর্গাপুজোর আগেই বাংলাদেশে ফের অঘটন, পুলিশে অভিযোগ দায়ের
প্রতীকী ছবি

তবে কে বা কারা একাজ করেছে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, প্রতিমা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা করেছেন বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

দুর্গাপুজোর আগেই বাংলাদেশে ফের অঘটন, পুলিশে অভিযোগ দায়ের

ওই সংগঠনের সভাপতি জানান, প্রতিবছরই পুজোর আগেই বাংলাদেশজুড়ে প্রতিমা ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে আসে। এই সমস্ত ঘটনাগুলির কেন কোনও প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না? বছরের পর বছর একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এইরকম ভাবে চলবে না। এবার কঠিন ব্যবস্থা নিতে হবে।

দুর্গাপুজোর আগেই বাংলাদেশে ফের অঘটন, পুলিশে অভিযোগ দায়ের

দুর্গাপুজোর আগেই বাংলাদেশে ফের অঘটন, পুলিশে অভিযোগ দায়ের