নজরবন্দি ব্যুরো: প্রতিদিন রাজ্যে ২৫০ থেকে ৩০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। আর আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অনেকেরই। সব মিলিয়ে রাজ্যের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি চিন্তায় ফেলেছে স্বাস্থ্য ভবনকে। তাই এবার পরিস্থিতি হাতের নাগাল থেকে না বেরিয়ে যাওয়ার আগেই হাল ধরতে চাইছে সরকার।
আরও পড়ুন: ফের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যপাল, শোরগোল রাজ্য–রাজনীতির অলিন্দে
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলায় জেলায় কাধিক বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগ করা হবে। যার ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি কলকাতার ওপর থেকেও চাপ কিছুটা কমবে বলেও ভাবছেন স্বাস্থ্য কর্তারা। তাছাড়াও ডেঙ্গু সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার আগে জেলা স্বাস্থ্য আধিকারিকেরা এই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করবেন। অনলাইন বা ভিডিও কনফারেন্সিংয়ে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা যাবে বলেই জানা যাচ্ছে।

প্রসঙ্গত, চলতি মরশুমে থাবা বসিয়েছে ডেঙ্গু। দফায় দফায় বৃষ্টি, রাস্তায় জল জমা! ইতিমধ্যেই রাজ্যের পরিস্থিতি দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে। একদিকে ডেঙ্গুতে মৃত্যু ঠেকানো যাচ্ছে না। অন্যদিকে, চিকিৎসার পরিবর্তে ডেঙ্গু রোগীকে শহরে রেফার করার ঘটনায় আরও বেশি করে দেরি হয়ে যাচ্ছে। সব মিলিয়ে রাজ্যের অবস্থা শোচনীয়!
সব মিলিয়ে বর্তমানে রাজ্যের পরিস্থিতি সামলাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। তাই এবার জেলাগুলিতে যাতে ডেঙ্গুর চিকিৎসা করানো যায়, আর রোগীকে শহরে পাঠানোর প্রবণতা যাতে কমে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যকর্তারা।