নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গে লগ্নির কারণে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিদেশ সফর সেরে শনিবার সন্ধ্যায় তিলোত্তমায় ফেরেন তিনি। আর কলকাতা বিমানবন্দরে পা রেখে মুখ্যমন্ত্রী জানান যে, তাঁর বিদেশ সফর সফল হয়েছে। শুধু তাই নয়, অনেক বড় বড় চুক্তি হয়েছে। আর এর পরেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় রাজ্যপালে আরও একটি চিঠি! ওই চিঠিতে কি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস?
আরও পড়ুন: আমি রাজনীতিতেই আছি, বিজেপিই করব, মানভঞ্জন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতার
সূত্রের খবর, গতকাল রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। আর তাতেই শোরগোল ছড়িয়ে পড়েছে রাজ্য–রাজনীতির অলিন্দে। রাজ্যপালের আগের চিঠি নাকি মিস্ট্রি থেকে হিস্ট্রি হয়ে গিয়েছে বলে নিজেই দাবি করেছিলেন তিনি। তাই এবার আরও একটি নতুন চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রীকে।

কিন্তু ওই চিঠিতে কি আছে তা নিয়ে দুই পক্ষই মুখ খুলতে চায়নি। তবে রাজভবন সূত্র মারফত জানা যাচ্ছে যে, মুখ্যমন্ত্রীর বিদেশ সফর কেমন হল, তা জানতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন রাজ্যপাল। এপ্রসঙ্গে পর্যবেক্ষকদের মতে, যদি কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যান, তবে রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দেন। আর রাজ্যে ফিরলেও সেটাও খোঁজ নেন রাজ্যপাল। যদিও শনিবারের এই চিঠি শুধুই কি সৌজন্য নাকি এই চিঠির পিছনে অন্য কোনও বিষয় রয়েছে কি না তা জানা যায়নি।
প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আগেও মমতাকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যপাল। চলতি মাসের ১২ তারিখ বিদেশ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে দুবাই, আর সেখান থেকে স্পেন! অবশেষে গতকাল শনিবার কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।