আমি রাজনীতিতেই আছি, বিজেপিই করব, মানভঞ্জন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতার
Praloy Pal Is Not Leaving Politics

নজরবন্দি ব্যুরো: “ভালো থেকো রাজনীতি। আর নয়। দাও বিদায়।” নেতার রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার যে খবরটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল, তার কিছুক্ষণের মধ্যেই নিজেই সেই জল্পনাতে জল ঢেলে দিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল। অর্থাৎ বিজেপিতেই থাকছেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা প্রলয় পাল। এপ্রসঙ্গে নেতা বললেন, “আমি রাজনীতিতেই আছি, রাজনীতিই করব, বিজেপিই করব”।

আরও পড়ুন: ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, পুজোর মাসে কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ? জারি সতর্কতা

রবিবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা প্রলয় জানান যে, দলেই থাকছেন তিনি। অর্থাৎ রাজনীতি থেকে বিদায় নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্টটা করেছিলেন তা তিনি প্রত্যাহার করে নিয়েছেন। পাশাপাশি তিনি আরও জানান যে, নিচুতলার কর্মীদের অফুরান ভালবাসার জন্যই তিনি ফিরে এসেছেন।

আমি রাজনীতিতেই আছি, বিজেপিই করব, বিজেপিতেই থাকছেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা
আমি রাজনীতিতেই আছি, বিজেপিই করব, বিজেপিতেই থাকছেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা

প্রসঙ্গত, দল ছাড়ার কথা বলেছিলেন বিজেপি নেতা প্রলয় পাল। এমনকি ইস্তফাপত্র জমা দিতে চেয়েছিলেন জেলা সভাপতির কাছে। এপ্রসঙ্গে বিজেপি নেতা আত্মবিশ্বাসী সুরে বলেছিলেন, “নন্দীগ্রামে আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই। যে সময় এখানে ২ শতাংশ মানুষ বিজেপি করতেন তখন থেকেই আমি এই দলের সঙ্গে যুক্ত। ওই সব নিয়ে আমি ভাবি না। দল যা মনে করেছে করুক।”

আমি রাজনীতিতেই আছি, বিজেপিই করব, বিজেপিতেই থাকছেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা

রবিবার সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা বলেন, “এভাবে আমি দলের ক্ষতি দেখতে পারব না। এর থেকে বোধহয় মৃত্যু অনেক ভাল। আমি আবেগপ্রবণ হয়েই পোস্ট করেছিলাম। কিন্তু নিচুতলার কর্মীদের অফুরান ভালবাসার জন্যই আমি ফিরে এসেছি। তাঁদের অনুরোধ আমি ফেলতে পারিনি।”

আমি রাজনীতিতেই আছি, বিজেপিই করব, বিজেপিতেই থাকছেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা

আমি রাজনীতিতেই আছি, বিজেপিই করব, বিজেপিতেই থাকছেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা