নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় দল আগামি ৯ই মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচটি খেলবে। এই ম্যাচের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে প্লেয়িং-১১-এ পরিবর্তন প্রত্যাশিত। মনে করা হচ্ছে চতুর্থ টেস্টের প্লেয়িং-১১-এ জায়গা দেওয়া হতে পারে সিনিয়র পেসার মহম্মদ শামিকে।
শামির জায়গায় ইন্দোর টেস্টের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল পেসার উমেশ যাদবকে। তিনি ছাড়াও দলে ছিলেন মোহাম্মদ সিরাজও। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে খেলা সিরিজের শেষ টেস্ট ম্যাচে ভারতকে ৯ উইকেটে শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। মজার ব্যাপার হল, এখন পর্যন্ত তিনটি ম্যাচই শেষ হয়ে যেত ৩-৩ দিনে।
ইন্দোরের পিচ নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল এবং আইসিসিও এতে ডিমেরিট পয়েন্ট দিয়েছে। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সুনীল গাভাস্কার। এমন অবস্থায় চতুর্থ টেস্ট আয়োজিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে । সেই মাঠের বাইশ গজ কি আগের তিনটি ভেন্যুর মতো র্যা ঙ্ক টার্নার হবে, নাকি স্পোর্টিং উইকেটে অস্ট্রেলিয়াকে ভারতীয় দল স্বাগত জানাবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

কারণ গুজরাত ক্রিকেট সংস্থাও যদি আইসিসি-র রোষানলে পড়লে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন হবে না। তবে বাইশ গজের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক গুজরাত ক্রিকেট সংস্থা এক কর্তা বলেন, “ভারতীয় দলের তরফ থেকে আমাদের কাছে এই বিষয়ে কোনও নির্দেশ আসেনি।
তাই চলতি মরসুমে যে ভাবে গত ম্যাচগুলোর জন্য পিচ তৈরি করা হয়েছে, এবারও তেমনই হবে।” নতুন ভাবে গড়ে ওঠা এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত একটি মাত্র টেস্ট আয়োজিত হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালের সেই টেস্ট মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছিল।
শেষ টেস্টে ফিরতে পারেন শামি, কেমন হবে আহমেদাবাদের পিচ?
চলতি সিরিজের ফলাফল ২-১ হলেও স্পিনের কাছে মাথা নত করেছে ভারতীয় ব্যাটাররা। তাই প্রশ্ন হল হেড কোচ রাহুল দ্রাবিড় ও রোহিতের থিঙ্কট্যাঙ্ক কি শেষ টেস্টেও ঘূর্ণি পিচে খেলতে চাইবেন? নাকি ছকে আসবে বদল!