শীতে ত্বকের প্রয়োজন বিশেষ যত্নের, কী কী করবে! আর কী কী করবেন না?
How to take care of skin in winter?

নজরবন্দি ব্যুরো: এই মুহূর্তে বেশ ভালই ঠান্ডা হাওয়া অনুভব করা যাচ্ছে। আর কিছুদিনের মধ্যেই শহর কলকাতায় জাকিয়ে বসতে পারে শীত। তাই শীতের পোশাক কেনার পাশাপাশি, বিশেষ যত্ন নিতে হবে ত্বকেরও। কারণ শীতকালে ত্বকের প্রয়োজন অতিরিক্ত যত্ন। শীতকালে কী কী করবেন? আর কী কী করবেন না? জেনে নিন।

আরও পড়ুনঃ পার্লারের খরচ বাঁচিয়ে বাড়িতেই করে ফেলুন হেয়ার স্পা, জেনে নিন কার্যকরী পদ্ধতি

সারাবছর ধরে যেই নিয়মে স্কিনের যত্ন করা হয় ওই নিয়মে শীতকালে যত্ন করলে হবে না। কারণ শীতকালে ত্বকের আরও অধিক পরিমাণে আদ্রতা প্রয়োজন। তাই শীতকালে বদল আনতে হবে ফেসওয়াশ থেকে শুরু করে, মুখে মাখার ক্রিম সব কিছুরই। শীতকালে চেষ্টা করবেন অপেক্ষাকৃত হালকা ফেশয়াসের ব্যবহার করার। এরপর বেশিক্ষণ মুখ একা ছাড়বেন না। জল মুছে সঙ্গে সঙ্গে ব্যবহার করে নিতে হবে কোন ভালো ক্রিম। এক্ষেত্রে আপনার একাধিক লেয়ার ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে পারেন কোন ভালো সিরাম।

শীতে ত্বকের প্রয়োজন বিশেষ যত্নের, জানুন কীভাবে নিজের কেয়ার করবেন? 
শীতে ত্বকের প্রয়োজন বিশেষ যত্নের, জানুন কীভাবে নিজের কেয়ার করবেন? 

ভিটামিন সি শীতকালে ত্বকের খুব উপকার করে। রাতে চেষ্টা করবেন ঘুমনোর আগে টোনিং, ময়েশ্চারাইজিং, এবং নাইট ক্রিমের সাথে কোন সিরাম ব্যবহার করার। এছাড়াও মাসে মাসে এক্সফলিয়েট করবেন। কারণ এরফলে মৃতকোষ দূর হয়ে যায়। আর শীতকালে ত্বক থেকে মৃত কোষ দূর করা খুব দরকার।

শীতে ত্বকের প্রয়োজন বিশেষ যত্নের, জানুন কীভাবে নিজের কেয়ার করবেন? 

Winter skin care: শীতে ত্বকের প্রয়োজন বিশেষ যত্নের, কী কী করবে! আর কী কী করবেন না?

চেষ্টা করবেন মুখে পাশাপাশি গায়েও ময়েশ্চারাইজার ব্যবহার করার। এছাড়াও বাইরে বেরোলে হ্যান্ড ক্রিম রেখে দেবেন। এছাড়াও অতিরিক্ত জল এবং ফল খেতে ভুলবেন না। এছাড়াও গরম জলে স্নান না করারই চেষ্টা করবেন। কারন গরম জল ত্বককে আরও শুষ্ক করে দেয়।