Post holi: রঙ মাখা ফোন কিভাবে পরিষ্কার করবেন, জেনে নিন কার্যকরী টিপস।

রঙ মাখা ফোন কিভাবে পরিষ্কার করবেন, জেনে নিন কার্যকরী টিপস।
Important tips for clean your phone after holi

নজরবন্দি ব্যুরোঃ কাল ছিল হোলি তার আগের দিন দোল, সবমিলিয়ে এই দুদিন চুটিয়ে রঙ খেলেছি আমরা সবাই। ভালো করে গা, সারা শরীর থেকে রঙ ধুয়ে মুছে সাফও করে ফেলেছি। কিন্তু শুধু কি আমরা রঙ খেলেছি! না, রঙ খেলেছে আমাদের সাথে আমাদের স্মার্ট ফোনও।

আরও পড়ুনঃ Bonny Sengupta: নিয়োগ দুর্নীতিতে অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ইডির, স্ক্যানারে তিন অভিনেত্রীও

কাল পরশু রঙ খেলার সময় আমরা আমাদের রঙ মাখা দৃশ্য ক্যামেরা বন্ধি করেছি। ফলে রঙ হাতে ফোন ধরার ফলে সেই রঙ আমাদের ফোনে লেগেগেছে। এবার কেউ রঙ মাখানোর সময় সেই রঙ ও গিয়ে পরেছে আমাদের ফোনে কারণ ফোনটি আমাদের সাথেই ছিল। ফলে অসাবধানতাবশ সেই রঙ ফোনের স্পিকার, ক্যামেরা ব্যাটারি তে লেগে ফোন ঠিক করে কাজ করছেনা কম বেশি সবার।

Tricks For SmartPhone | Does your phone also play Holi with you? 6 simple  tricks that will keep your smartphone safe - Globe News Insider
রঙ মাখা ফোন কিভাবে পরিষ্কার করবেন, কি কি ব্যাবহার করবেন জেনে নিন।

আমরা না হয় সাবান শ্যাম্পু দিয়ে নিজেদের পরিষ্কার করে নিয়েছি কিন্তু ফোন পরিষ্কার করব কিভাবে? রইলো টিপস- প্রথমে কোন শুকনো পাতলা সুতির কাপর দিয়ে ফোনে লেগে থাকা আবির গুলো ঝেরে নিতে হবে। তারপর সেই কাপড়ে মাজন বা বাসন পরিষ্কার করার লিকুইড নিয়ে সারা ফোনে মুছে নেবেন। চাইলে স্যানিটাইজার ও ব্যাবহার করতে পারেন।

রঙ মাখা ফোন কিভাবে পরিষ্কার করবেন, কি কি ব্যাবহার করবেন জেনে নিন।

Travelling India during Holi, here are few tips to follow for safety
রঙ মাখা ফোন কিভাবে পরিষ্কার করবেন, কি কি ব্যাবহার করবেন জেনে নিন।

এর পর একটি কান পরিষ্কার করার বার নিয়ে তাতে স্যানিটাইজার নিয়ে ফোনের স্পিকার ও পরিষ্কার করে নিতে পারেন। তবে পরের বার থেকে দোল বা হোলিতে আগে থেকে সাবধানতা বস যদি কোন পাতলা প্লাস্টিক মুরে নিতে পারেন পরে রঙ খেলার এত ঝামেলা আর পোহাতে হবে না।