Prabhas-Kriti Sanon: সিনেমেটিক স্টাইলে প্রপোজ সারলেন প্রভাস, লজ্জায় লাল কৃতি

সিনেমেটিক স্টাইলে প্রপোজ সারলেন প্রভাস, লজ্জায় লাল কৃতি
how probhas proposed kriti in adidev shooting set

নজরবন্দি ব্যুরোঃ ‘আদিপুরুষ’-এ অভিনয় করতে-করতেই বেড়েছিল ঘনিষ্ঠতা। সেখান থেকেই গড়াল প্রেম। আর এবার দক্ষিনী নায়কের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডি নায়িকা। কার কথা বলছি? প্রভাস আর কৃতি। তাঁদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও জানেন কী  কীভাবে গড়িয়েছে প্রেমের জল? কীভাবে সুন্দরী কৃতির মন জয় করলেন নায়ক?

আরও পড়ুনঃ বলিউডের বড় চমক ‘চন্দ্রমুখী ২’, আসছে দাপুটে অভিনেত্রী কঙ্গনার নয়া অবতার

অভিনেতা যখন তখন পুরো বিষয়টাই হতে হবে সিনেমাটিক। একদম ছহবির ভিতর ছবি। এভাবেই প্ল্যান সাজিয়েছিলেন প্রভাস। সিনেমাটিক স্টাইলে সেরেছিলেন প্রপোজ। কিছুদিন আগে কৃতিকে হাঁটু মুড়ে বসে প্রভাস প্রেম প্রস্তাব দিয়েছেন ‘আদিপুরুষ’-এর সেটে। লাজুক চোখে সম্মতি জানিয়েছেন কৃতি। প্রেম প্রস্তাব সানন্দে গ্রহণ করে নিয়েছেন তিনি। বিষয়টি দু’জনের পরিবারও আনন্দের সঙ্গে মেনে নিয়েছে।

সিনেমেটিক স্টাইলে প্রপোজ সারলেন প্রভাস, লজ্জায় লাল কৃতি
সিনেমেটিক স্টাইলে প্রপোজ সারলেন প্রভাস, লজ্জায় লাল কৃতি

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন অভিনীত ‘ভেঁড়িয়া’ ছবিটি। সেই ছবির প্রচারে এসেই কৃতির প্রেমজীবন নিয়ে পর্দা ফাঁস করেছিলেন বরুণ। বলেছিলেন, কৃতি এমন একজনকে ডেট করছেন যিনি এই মুহূর্তে দীপিকা পাড়ুকোনে সঙ্গে শুটিংয়ে ব্যস্ত। এবং সকলেই মোটামুটি জানেন, দীপিকার সঙ্গে কোন অভিনেতা শুটিং করছেন। তিনি ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা প্রভাস।

সিনেমেটিক স্টাইলে প্রপোজ সারলেন প্রভাস, লজ্জায় লাল কৃতি

prabhas kriti 1

করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ প্রথম আঁচ পাওয়া যায় কৃতি-প্রভাসের অফ-স্ক্রিন রসায়ন ঠিক কীরকম। শোয়ের একটি রাউন্ডে প্রভাসকেই প্রথম ফোন করেছিলেন কৃতি। ‘ডাল মে কুছ কালা হ্যায় জরুর’। বাহুবলী’র দুটি ছবি ছিল প্রভাসের কেরিয়ারের মাইলফলক। অন্যদিকে কৃতিও সফল তারকা। তাঁদের প্রেম নিয়ে দারুণ উচ্ছ্বসিত দুই পরিবারই। বিশেষ করে খুশি হয়েছেন কৃতির মা।