হিজাব বিতর্কে বিপাকে কর্ণাটক সরকার! চাপের মুখে নয়া ঘোষণা কংগ্রেসের

নজরবন্দি ব্যুরো: হিজাব বিতর্কের রেশ গোটা দেশজুড়ে ছড়িয়েছে। গত দুদিন ধরে দক্ষিণের রাজ্য কর্ণাটকে চরম মাত্রা নিয়েছে হিজাব বিতর্ক। বিরোধী দলগুলি ওই রাজ্যের সরকারকে চাপে ফেলতে এই ইস্যুকেই হাতিয়ার করেছিল। অবশেষে মুখ খুললেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী এমসি সুধাকর। জানালেন, হিজাবের উপর কোনও নিষেধাজ্ঞা নেই। হিজাব পরে পরীক্ষা দেওয়া যাবে।

আরও পড়ুন: ভার্চুয়াল শুনানিতে ‘বাঁচতে চাওয়ার’ করুণ আর্জি বালুর, পাল্টা কী বললেন বিচারক?

কর্ণাটকের শিক্ষামন্ত্রী এমসি সুধাকর জানিয়েছেন, কর্তৃপক্ষ হিজাবের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করেনি। সব ধরনের প্রচলিত পোশাক পরেই পরীক্ষার হলে প্রবেশ করা যাবে। গত ৪৮ ঘণ্টায় হিজাব বিতর্ক ঘিরে রাজনীতি চরমে উঠেছিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধীকে মাঠে নামতে হয়েছে। এই বিতর্ক নিয়েই তেলেঙ্গানায় বিরোধী দলগুলি কংগ্রেসকে চাপে ফেলতে চাইছে। আসাউদ্দিন ওয়েইসি এই প্রসঙ্গে বলেন, কংগ্রেস ভোটের আগে বলেছিল ক্ষমতায় এসে শিক্ষাঙ্গনে হিজাবে নিষেধাজ্ঞা তুলে দেবে। সেই প্রতিশ্রুতি রাখেনি। উল্টে প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিষেধাজ্ঞা চাপাচ্ছে।

হিজাব বিতর্কে বিপাকে কর্ণাটক সরকার! চাপের মুখে নয়া ঘোষণা কংগ্রেসের

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সম্প্রতি কর্ণাটকের কংগ্রেস সরকারের সমালোচনা করে প্রশ্ন তোলেন, ‘বিজেপির সঙ্গে ফারাক কী রইল।’ পাশাপাশি খাড়গে ও সনিয়া গান্ধীর হস্তক্ষেপের দাবি করেছিলেন। সূত্রে খবর, তেলেঙ্গানা এবং রাজস্থান কংগ্রেসও দলীয় হাইকমান্ডকে জানায় কর্ণাটক সরকারের সিদ্ধান্তে তারা সমস্যায় পড়েছে। অবশেষে ওই রাজ্যের শিক্ষামন্ত্রী সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট করেন।

 হিজাব বিতর্কে বিপাকে কর্ণাটক সরকার! চাপের মুখে নয়া ঘোষণা কংগ্রেসের
হিজাব বিতর্কে বিপাকে কর্ণাটক সরকার! চাপের মুখে নয়া ঘোষণা কংগ্রেসের

উল্লেখ্য, আগামী ১৭ ও ১৮ নভেম্বর কর্ণাটকে দুটি প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে। এর আগে তিনটি পরীক্ষা হয়েছে। প্রতিষ্ঠানের বক্তব্য, ওই তিন দিন বহু সেন্টার থেকে অভিযোগ আসে অনেক পরীক্ষার্থী নকল করতে নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেছে। তাই নির্দেশিকা জারি করা হয়েছিল, ওই দুদিন কোনও পরীক্ষার্থী মাথায় কাপড় জড়িয়ে হলে প্রবেশ করতে পারবে না। প্রতিষ্ঠানের দাবি, হিন্দু মহিলারাও মাথায় কাপড় দেন। হিজাব নিষিদ্ধ করার কথা বলা হয়নি। ফলে ওই নির্দেশিকায় কোনওভাবেই ধর্মীয় ভেদাভেদ করা হয়নি।

হিজাব বিতর্কে বিপাকে কর্ণাটক সরকার! চাপের মুখে নয়া ঘোষণা কংগ্রেসের

 হিজাব বিতর্কে বিপাকে কর্ণাটক সরকার! চাপের মুখে নয়া ঘোষণা কংগ্রেসের
হিজাব বিতর্কে বিপাকে কর্ণাটক সরকার! চাপের মুখে নয়া ঘোষণা কংগ্রেসের