নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলার তদন্ত নিয়ে উত্তাল এপাড় বাংলা। সিবিআই-এর হেফাজতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রোজই এই মামলার বিষয়ে বের হচ্ছে চাঞ্চল্যকর সব তথ্য। তারই মধ্যে ভারত থেকে বাংলাদেশে গরু চোরাচালানের সমস্যা অনেকটাই কমে গিয়েছে বলে দাবি করলেন বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুনঃ রাজনৈতিক হস্তক্ষেপেই হার? AIFF এর নির্বাচন নিয়ে বিস্ফোরক বাইচুং
তিনি আরও জানিয়েছেন, এই বিষয়ে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এই বিষয়ে ভারতের একটু ‘ধৈর্য্য দেখানো উচিত’ বলে মন্তব্য করেছেন তিনি। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে গরু পাচার নিয়ে নিজের মতামত জানিয়েছেন হাসিনা। তিনি বেশ স্পষ্ট করেই বলেছেন,
‘‘ভারতের গরুর উপর আমরা তেমন নির্ভর করি না। আমাদের দেশের নিজস্ব গরু রয়েছে। আমরা নিজেরাই গরুর জোগান বৃদ্ধি করছি। কারণ দেশের অর্থনৈতিক স্বাবলম্বনের জন্য তা জরুরি।’’ অর্থাৎ পাচারের গরুর উপর তার দেশ যে নির্ভর করে না তা স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে ভারত-বাংলাদেশ সীমান্তে যে গরু পাচার হচ্ছে তা মেনেও নিয়েছেন তিনি।
সোমবারই এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফরে ভারতে আসছেন বাংলাদেশি প্রধানমন্ত্রী। দীর্ঘ কয়েক দশক ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। বর্তমানে দক্ষিণ এশিয় দেশগুলির মধ্যে এই দুই দেশের অর্থনীতিরই সবথেকে দ্রুত বৃদ্ধি ঘটছে। এর মধ্যে হাসিনার চারদিনের সফরে,

ভারত সফরে আসার আগে, গরু পাচার নিয়ে মুখ খুললেন হাসিনা, কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
সেই সহযোগিতার সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশি প্রধানমন্ত্রী প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।