Hair Care: পাতলা চুল ঘন করে তুলুন, ঘরোয়া উপায়েই করুন হেয়ার কেয়ার

পাতলা চুল ঘন করে তুলুন, ঘরোয়া উপায়েই করুন হেয়ার কেয়ার

নজরবন্দি ব্যুরো: সুন্দর চুল পেতে কে না চায়। কিন্তু আজকালকার এই ব্যস্ত জীবনে সুন্দর চুল পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। প্রাকৃতিক দূষণ, কাজের চাপ, মানসিক অবসাদ সমস্ত কিছুর জন্য জন্য প্রচুর পরিমাণে চুল পড়ার সমস্যা দেখা দেয়। শুধু তাই নয় বাঙালি নারীদের কাছে সুন্দর চুলের এক আলাদাই মাধুর্য রয়েছে। জন্মগত ভাবে কারোর চুল ঘন হয় আবার কারোর চুল পাতলা হয়। তবে এই অবস্থার পরিবর্তন না করা গেলেও কয়েকটি ঘরোয়া উপায়ে সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব।

আরও পড়ুন: গরমে চুল নিয়ে ভোগান্তি! রইল কয়েকটি সহজ হেয়ারস্টাইল

চুল ছোট করতে কাচি লাগে সেটা আমরা সবাই জানি কিন্তু চুল বড় করতেও যে কাচির জুড়ি মেলা ভার। চুল নিয়মিত ভাবে ট্রিম করা উচিত। এতে চুল বড় হওয়ার সাথে সাথে সুস্বাস্থ্য ও বজায় থাকে। ভাঙ্গা চুল, ফাটা চুল নিয়মিত ভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে যে পার্লারেই যেতে হবে এমনটা নয় আপনি ঘরে একাও এই কাজটি করতে পারেন

পাতলা চুল ঘন করে তুলুন, কীভাবে করবেন?
পাতলা চুল ঘন করে তুলুন, কীভাবে করবেন?

অনেকেরই চুলে তেল দিতে অনীহা থাকে। তবে তেল হচ্ছে চুলের একমাত্র খাদ্য সেটা ভুলে গেলে চলবে না। চুলের গ্রথের জন্য নিয়মিত চুলে তেল দিন। এক্ষেত্রে আপনারা খাটি নারকেল তেল ব্যাবহার করতে পারেন। নারকেল তেল ঈষৎ গরম করে দু তিন ঘন্টার জন্য মাথায় ম্যাসেজ করুন। এতে মাথায় রক্ত সঞ্চালন বাড়বে। ফলে চুলের বৃদ্ধি ও দ্রুত হবে।

পাতলা চুল ঘন করে তুলুন, কীভাবে করবেন?
পাতলা চুল ঘন করে তুলুন, কীভাবে করবেন?

চুলের বৃদ্ধির জন্য আপনারা কয়েক ধরনের ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। সপ্তাহে অন্তত দুতিন দিন এই প্যাক ব্যবহার করুন। অ্যালোভেরা জেল এবং মধু, টক দই ও অ্যালোভেরা জেল, কিংবা কলা সাথে মধু এগুলো ব্যবহার করতে পারেন।

পাতলা চুল ঘন করে তুলুন, কীভাবে করবেন?

পাতলা চুল ঘন করে তুলুন, কীভাবে করবেন?
পাতলা চুল ঘন করে তুলুন, কীভাবে করবেন?