নজরবন্দি ব্যুরো: গরমে তো সকলের অস্বস্তি। কিন্তু মেয়েদের জন্য একটি বড় সমস্যা চুল। এই গরমে খোলা চুলে বাইরে রোদে বেরোনো যায় না। আবার কিভাবে চুল বাঁধবে তাও অনেকে ভেবে পায় না। তাই বাধ্য হয়ে চুল কেটে ফেলেন। আজ সেইসকল মেয়েদের জন্য রইল কয়েকটি সহজ হেয়ারস্টাইল। জেনে নিন কীভাবে বাঁধবেন!
আরও পড়ুন: ব্রণর ব্যাথায় অতিষ্ঠ! এই উপায়ে মিলবে আরাম
যাদের স্ট্রেট লম্বা চুল তাঁরা একটি হাই পনিটেল করে নিতে পারেন। এবার চুল দুভাগে ভাগ করে খোঁপার মত করে ক্লিপ দিয়ে আটকে নিন। এছাড়া হাফ বা মেসি বান করতে পারেন।

চুল দুভাগে ভাগ করে দুদিকে দুটো বিনুনি করে নিন। এরপর দুপাশের বিনুনি গুলিকে খোঁপার আকারে করে আটকে নিন। চাইলে সামনে থেকে কিছু চুল খোলা রাখতে পারেন।
মাথার পিছনে একটি হাই পনিটেল করে চুল বেঁধে নিন। এবার ওই চুলে নীচ পর্যন্ত একটি বিনুনি করে বেঁধে নিন। এতে বেশ স্টাইলিশ দেখাবে এবং চুল আপনাকে বিরক্ত করবে না।
প্রথমে চুল আঁচড়ে অর্ধেক চুল নিয়ে একটি খোপা করে ক্লিপ দিয়ে আটকে নিন। এবার নীচ থেকে ছেড়ে রাখা চুল গুলোকে দুভাগে ভাগ করুন। ডানদিকের ভাগটি বাঁদিক দিয়ে খোঁপার নীচ থেকে ঘুরিয়ে আটকে নিন এবং ডানদিকেরটি বাঁদিক থেকে একইভাবে আটকে নিন।
গরমে চুল নিয়ে ভোগান্তি! সহজেই করুন হেয়ারস্টাইল

যদি আপনার চুল ছোট হয় সেক্ষেত্রে ঘাড়ে যদি স্পর্শ না করে তবে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। পিক্সি কাট করে দুটো রঙিন ক্লিপ লাগিয়ে নিতে পারেন। এতে বেশ ফ্যাশনেবল লাগবে।