CV Ananda Bose: হঠাৎ বেলুড় মঠে উপস্থিত হলেন রাজ্যপাল, আপ্লুত মহারাজরাও
Governor CV Ananda Bose visit Belurmath

নজরবন্দি ব্যুরোঃ চৈত্র সংক্রান্তিতে হঠাৎ বেলুড় মঠে উপস্থিত হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার কলস ভরা গঙ্গাজল তুলে দিলেন কোচির রামকৃষ্ণ মিশনের মহারাজদের হাতে। রাজ্যপালের এই ঝটিকা সফরে খুশি হয়েছেন মহারাজরাও। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, সারাদিন ঠাসা কর্মসূচি রাজ্যপালের। তার মধ্যে থেকেও আধঘণ্টা বের করে উনি এসেছেন।

আরও পড়ুনঃ SSC-TET Scam: কুন্তল ও তাপসদের সঙ্গে যোগ রয়েছে এক বিধায়কের, নিয়োগ দুর্নীতিতে বিরাট তথ্য ইডির হাতে

একইসঙ্গে তিনি জানিয়েছেন, আমাদের কেরলের কোচি কেন্দ্রটির ৭৫ বছর পূর্তি। একইসঙ্গে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর। কোচির স্বামীজী ও কিছু ভক্ত এসেছেন। ওনারা বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালকে অনুরোধ করেছিলেন। কেরলে ১২৫ বছর পূর্তির যে অনুষ্ঠান শুরু হবে, সেটি বেলুড় মঠের গঙ্গার জল দিয়ে শুরু করবেন। আজ মায়ের ঘাট থেকে জল নিয়ে রাজ্যপালের হাতে দেওয়া হয়েছে।

CV Ananda Bose: হঠাৎ বেলুড় মঠে উপস্থিত হলেন রাজ্যপাল, আপ্লুত মহারাজরাও
হঠাৎ বেলুড় মঠে উপস্থিত হলেন রাজ্যপাল, কারণ টা কী? 

কেরলের কোচিতে রামকৃষ্ণ মিশন রয়েছে। সেখানেই এবার ৭৫ বছর পূর্তি এবং রামকৃষ্ণ মিশন আন্তর্জাতিক আন্দোলনের ১২৫ তম বর্ষ ২০২৩ সালে। কোচি মহারাজদের তরফে আর্জি জানানো হয়েছিল। সেখানে রাজ্যপাল বোসের সঙ্গে দেখা করে ইছের কথা জানিয়ে রাজ্যপালকে আমন্ত্রণ জানান। এরপর শুক্রবার সকাল ৮ টা নাগাদ বেলুড় মঠে উপস্থিত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর কলস তিনি কোচির মহারাজদের হাতে তুলে দেন। কোচির মহারাজরা এই গঙ্গা জলের কলস দিয়েই তাঁদের অনুষ্ঠানের সূচনা করবেন বলে জানালেন।

হঠাৎ বেলুড় মঠে উপস্থিত হলেন রাজ্যপাল, কারণ টা কী? 

CV Ananda Bose: হঠাৎ বেলুড় মঠে উপস্থিত হলেন রাজ্যপাল, আপ্লুত মহারাজরাও
হঠাৎ বেলুড় মঠে উপস্থিত হলেন রাজ্যপাল, কারণ টা কী? 

এর আগে আচমকা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সফরে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রামকৃষ্ণ মিশনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রায় রামকৃষ্ণ মিশনের ২৬৭টি শাখায় শুক্রবার এই দিনটি পালিত হচ্ছে। সেকারণেই উপস্থিত হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।