ধনতেরাসের আগে সস্তা সোনা, উৎসবের মরশুমে বানিয়ে ফেলুন মনপসন্দ গহনা

নজরবন্দি ব্যুরো: রাত পোহালেই ধনতেরাস। এই বিশেষ দিনে অনেকেই সোনা কিনতে পছন্দ করেন। তবে আজকালকার বাজারের যা অবস্থা তাতে সোনায় হাত দিলেই যেন ছ্যাঁকা লাগছে। অনেকেরই দুশ্চিন্তা ছিল এবারে ধনতেরাসে তাঁরা সোনা কিনতে পারবেন কি? দাম বেড়ে যাবে না তো? তবে চিন্তা নেই। অনেকটাই সস্তা স্বর্ণ ধাতু। জেনে নিন আজকের রেট।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য, দেখে নিন একনজরে

আজকের সকালের আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় এক গ্রাম সোনার দাম ৫ হাজার ৮৩৫ টাকা (জিএসটি এবং টিসিএস বাদে)। একনজরে দেখে নিন সোনার দাম। ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম- ৫৮ হাজার ৩৫০ টাকা। একদিনে ১০ টাকা কমেছে সোনার দাম। কলকাতায় ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ১১০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬১ হাজার ১০০ টাকা। ২৪ ক্যারেট খুচরো ১ গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ১৪০ টাকা। ২৪ ক্যারেট খুচরো ১০ গ্রাম পাকা সোনার দাম ৬১ হাজার ৪০০ টাকা। একদিনে পাকা সোনায় দাম কমেছে এক গ্রামে ৫০ টাকা।

ধনতেরাসের আগে সস্তা সোনা, উৎসবের মরশুমে বানিয়ে ফেলুন মনপসন্দ গহনা

গত মঙ্গলবার ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৮ হাজার ৭৫০ টাকা। তার আগের দিন অর্থাৎ সোমবার, সপ্তাহের প্রথম দিনে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৮ হাজার ৯০০ টাকা। গত ৫ তারিখ ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৮ হাজার ৯০০ টাকা। পরপর দুদিন হলুদ ধাতুর দাম পরিবর্তিত ছিল।

ধনতেরাসের আগে সস্তা সোনা, উৎসবের মরশুমে বানিয়ে ফেলুন মনপসন্দ গহনা

সোনার দামে স্বস্তি থাকলেও কলকাতায় বৃহস্পতিবার রূপোর দামে কোনও ফারাক আসেনি। আজ এক কেজি রূপোর বাটের দাম রয়েছে ৭০ হাজার ৮৫০ টাকা। এছাড়া, এক কেজি খুচরো রূপোর দাম ৭০ হাজার ৯৫০ টাকা। গতকাল (৮ নভেম্বর) এক কেজি রূপোর বাটের দাম ছিল ৭১ হাজার ৪০০ টাকা।

ধনতেরাসের আগে সস্তা সোনা, উৎসবের মরশুমে বানিয়ে ফেলুন মনপসন্দ গহনা

ধনতেরাসের আগে সস্তা সোনা, উৎসবের মরশুমে বানিয়ে ফেলুন মনপসন্দ গহনা
ধনতেরাসের আগে সস্তা সোনা, উৎসবের মরশুমে বানিয়ে ফেলুন মনপসন্দ গহনা