নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে মাঝ মাসেই কিন্তুটা হলেও শান্তি ফিরেছিল মধ্যবিত্তের। জামাইষষ্ঠী ও তার পরেরদিন এক ধাক্কায় অনেকটাই কমেছিল হলুদ ধাতুর দাম। আর এই শান্তি বজায় থাকল মাসের শেষেও। অর্থাৎ মাসের শেষে খুব একটা বদল হল না সোনার দামে। তাহলে দেরি না করে গহনা কিনতে যাওয়ার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।
আরও পড়ুন: Abhishek Banerjee: ফের অনিয়মের অভিযোগ! প্রার্থী নির্বাচনের গণভোট বাতিলের নির্দেশ অভিষেকের
জানা গিয়েছে, মে মাসের শেষটা ভালোই কাটছিল স্বর্ণ ব্যবসায়ীদের। হুড়মুড়িয়ে অনেকটাই কমেছিল হলুদ ধাতুর দাম। সপ্তাহের শুরুতেই বিরাট স্বস্তি! সোমবারে অপরিবর্তিত রইল সোনার দাম। গতকাল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ৫৫৫ টাকা। আজও সেই দামই রয়েছে। পরিবর্তন হয়নি রুপোর দামেও।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই সোনা অ রুপোর দাম বাড়ছিল-কমছিল। আর যার প্রভাব পড়ছিল বিশ্ববাজারে। কিন্তু মে মাসের শুরুতেই আবারও কলকাতার বাজারে ঊর্ধ্বমুখী ছিল সোনার দর। এই মাসেই রেকর্ড গড়েছিল সোনার দর। আর সোনার দাম বাড়ায় সাধারণ মানুষের পাশাপাশি রীতিমত চিন্তায় পড়েছিলেন বিক্রেতারাও।
জানুন বিস্তারিত…
১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৫৫৫ টাকা
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৪৪,৪৪০ টাকা
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৫,৫৫০ টাকা
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৫৫,৫০০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,০৬০ টাকা
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৪৮,৪৮০ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬০,৬০০ টাকা
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,০৬,০০০ টাকা
১ কেজি রুপোর দাম: ৭৩,০০০ টাকা