নয়া চমক, আম্বানিকে পিছনে ফেলে বিশ্ব সেরা ধনীর তালিকায় এবার গৌতম আদানি
New surprise, Gautam Adani overtakes Ambani in the world's richest list

নজরবন্দি ব্যুরো: বিশ্ব সেরা ধনী তালিকার একদম তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স এমনটাই বলছে। বর্তমানে আদানির থেকেও ধনী, এমন ব্যক্তি বিশ্বে মাত্র ২ জন। একজন হলেন, আমাজন কর্তা জেফ বেজোস। অপরজন টেসলার মালিক ইলন মাস্ক।

আরও পড়ুন: আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী, কয়লাকাণ্ডে অভিষেককে তলব

ব্লুমবার্গ বিলিওনেয়ার ডাটা জানিয়েছে, ৬০ বছর বয়সী এই ভারতীয় শিল্পপতির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। আর তাঁর ওপরে থাকা ২জন ব্যাক্তি টেসলা সিইও ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। আর অন্যদিকে অ্যামাজনের প্রতিষ্ঠাতা সিইও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণব ১৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।

নয়া চমক, আম্বানিকে পিছনে ফেরে বিশ্ব সেরা ধনী তালিকায় এবার গৌতম আদানি
নয়া চমক, আম্বানিকে পিছনে ফেলে বিশ্ব সেরা ধনীর তালিকায় এবার গৌতম আদানি

চিনের জ্যাক মা এবং ভারতের মুকেশ আম্বানিও কখনো এই স্থান স্পর্শ করেননি। গৌতম আদানি ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে এশিয়া ও ভারতের জন্য এই কীর্তি অর্জন করেছেন। তিনি হচ্ছেন এশিয়ার প্রথম ব্যক্তি যিনি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির সম্মান অর্জন করলেন।

নয়া চমক, আম্বানিকে পিছনে ফেরে বিশ্ব সেরা ধনী তালিকায় এবার গৌতম আদানি

Gautam Adani: নয়া চমক, আম্বানিকে পিছনে ফেলে বিশ্ব সেরা ধনীর তালিকায় এবার গৌতম আদানি

গৌতম আদানি হলেন আদানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা। আদানি গোষ্ঠী দেশের বৃহত্তম বন্দর নিয়ন্ত্রক সংস্থা। আদানি গোষ্ঠী দেশের সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী সংস্থা ও বিদ্যুত সরবরাহকারী। জানা গেছে, গত সপ্তাহেই ভারতের অন্যতম জনপ্রিয় এনডিটিভি নেটওয়ার্কের ২৯ শতাংশ অংশীদারিত্ব অর্জনের কথা ঘোষণা করেছে  আদানি গ্রুপ