ISL: পরের মরসুম থেকেই আইএসএলে অবনমন চান ফেডারেশন সভাপতি কল্যাণ, শুরু হয়েছে প্রস্তুতি

পরের মরসুম থেকেই আইএসএলে অবনমন চান ফেডারেশন সভাপতি কল্যাণ, শুরু হয়েছে প্রস্তুতি
Federation president Kalyan wants relegation to ISL

নজরবন্দি ব্যুরোঃ আগামী মরসুম থেকেই আইএসএলে শুরু হবে অবনমন। আইএলএস কর্তৃপক্ষকে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন ভারতীয় ফুটবল ফেডারশনের সভাপতি কল্যাণ চৌবে। আগামী দিনে নতুন দলগুলি যাতে আইএসএল খেলতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে তিনি এই নির্দেশ দিয়েছেন আইএসএল কর্তৃপক্ষকে।

আরও পড়ুনঃ রাহুল দ্রাবিড়ের পরামর্শে কাউন্টিতে খেলতে যাচ্ছেন অর্শদীপ, লক্ষ্য লাল বলে খেলা

২০১৪ সালে শুরু হয়েছে আইএসএল। এত দিন দলগুলো আইএসএলে খেলেই গেছে, তাদের চিন্তা করছে হয়নি অবনমন নিয়ে। বলতে গেলে, এতদিন পর্যন্ত তারা নিশ্চিন্তে আইএসএল খেলে গেছে। এতদিন পর্যন্ত দলগুলি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলে গেছে। আগামী মরসুম থেকে দলগুলোকে সেই চিন্তা করতে হবে।

এশিয়ান ফুটবল ফেডারেশন আইএসএলকে ভারতের এক নম্বর লিগের স্বীকৃতি দিয়েছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। যেমন এ বার লিগে চ্যাম্পিয়ন হওয়ায় সেই সুযোগ পাবে মুম্বই সিটি এফসি।

আইএসএলে এখন দলের সংখ্যা ১১টি। এতদিন আই লিগ চ্যাম্পিয়ন হলে আইএসএল খেলার সুযোগ পেত না। আবার আইএসএলের শেষ দলকে নেমে যেতে হতো না আই লিগে। আগামী মরসুম থেকে আর সেটা হচ্ছে না। ফেডারেশনের নির্দেশ অনুযায়ী লিগের শেষ স্থানে থাকা দলকে পরের মরসুমে খেলতে হবে আই লিগে।

পরের মরসুম থেকেই আইএসএলে অবনমন চান ফেডারেশন সভাপতি কল্যাণ, শুরু হয়েছে প্রস্তুতি

অন্য দিকে আই লিগ চ্যাম্পিয়ন দল সরাসরি খেলার সুযোগ পাবে আইএসএলে। যেমন এ বার আই লিগ জয়ী রাউন্ড গ্লাস পঞ্জাব এফসি আগামী মরসুমে সরাসরি আইএসএল খেলার সুযোগ পাবে। যদিও তাদের আর্থিক শর্ত পূরণ করতে হবে।