নজরবন্দি ব্যুরো: কয়েকদিন পরই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। শারদীয়ার হুল্লোড়ে মেতে উঠবে সকলে। খাওয়া দাওয়া, আড্ডার প্ল্যান রেডি। পুজোর দিনগুলিতে সাজগোজ কেমন হবে, তা নিয়ে অনেক ভাবনা।অনেকে নানা টিপস দেয় মেয়েরা কোন কোন পোশাক পরতে পারে? তবে শুধুই কী মেয়েদের সাজ নিয়ে আলোচনা হবে? ছেলেরা কেন বাদ যাবে? বর্তমান সময়ে ছেলেদের সাজপোশাক নিয়ে চিন্তাধারা আমূল বদলেছে। এই পুজো উপলক্ষে পুরুষমন্ডলীর জন্য রইল কিছু টিপস।
আরও পড়ুন: হলুদ খেলেই বাড়বে ত্বকের জেল্লা, কোন সময়ে খাবেন?
ষষ্ঠীতে পড়তে পারেন কুর্তা। হলুদ, আকাশি নীল, সাদা রংয়ের পোশাক বেছে নিতে পারেন এই দিনের জন্য। পাঞ্জাবি বাঙালির আবেগ, এই পোশাক দিয়ে পুজো শুরু করুন। সপ্তমীতে একটু অন্যরকম পাঞ্জাবি পরতে পারেন। যেমন খেস বা কলমকারি। আর পাঞ্জাবিতে যদি বাহারের বোতাম ব্যবহার করেন, তাহলে তো কথাই নেই।
আধুনিকতার যুগে ধুতি পড়ার চল এখন প্রায় নেই বললেই চলে। তবে ভিড়ে নিজেকে একটু আলাদা করে তুলতে পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে ধুতি পরতে পারেন। শট কুর্তা বা পাঞ্জাবির সঙ্গে বাহারি রঙের ডিজাইনার ধুতি ব্যবহার করলে আপনাকে আরও ভালো দেখতে লাগবে।
অষ্টমী বা নবমীতে ছেলেরা ডিজাইনার স্যুট পড়লেও দারুণ মানাবে। এক হাতে ঘড়ি, অন্য হাতে ব্রেসলেট এবং বেল্ট অবশ্যই পড়তে হবে। এখন নানা রকমের ডিজাইন পাওয়া যায়। ভারী কাজের মধ্যে দেখতে পারেন। এছাড়া পোশাকের সঙ্গে হেয়ার স্টাইল এবং ম্যাচিং জুতো পরতে ভুলবেন না।
পুজোয় খালি মেয়েরাই সাজবে নাকি! উৎসবের দিনে ছেলেদের পোশাক কেমন হবে?
