সুজন, শুভেন্দু, দিলীপ বাবুরা নিজেদের দিকে দেখুন! আদালতে যাবার পথে বিস্ফোরক পার্থ

সুজন, শুভেন্দু, দিলীপ বাবুরা নিজেদের দিকে দেখুন! আদালতে যাবার পথে বিস্ফোরক পার্থ
Explosive Perth on his way to court

নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ড দিন ধরেই জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় থেকেই জেল থেকে আদালতের পথে আসার সময় অনেক কথা বলেছেন এর আগে পার্থ বাবু। আর সেইমতো সাংবাদিকদেরকে দেখে আজও পার্থ বাবু শিক্ষক দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন।

আরও পড়ুনঃ সব মোদিই চোর, বিতর্কিত মন্তব্যের জের, রাহুলকে ২ বছরের জেলের সাজা শোনাল আদালত

সুজন, শুভেন্দু, দিলীপ বাবুরা নিজেদের দিকে দেখুন! আদালতে যাবার পথে বিস্ফোরক পার্থ

আদালতে যাওয়ার সময় এবং বেরোনোর পথে ঠিকই বলেছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী? ‘আমাকে অনেকে তদবির করেছে কিন্তু তাদের বলেছি কিছু করতে পারব না, আমি নিয়োগকর্তা নই। এ ব্যাপারে সাহায্য তো দূরের কথা কোনও কাজ বেআইনি করতে পারব না।’

সুজন, শুভেন্দু, দিলীপ বাবুরা নিজেদের দিকে দেখুন! আদালতে যাবার পথে বিস্ফোরক পার্থ

শুধু তাই নয়। তিনি বিরোধী দলের নেতাদের উদ্দ্যেশে বলে, ‘পরিস্কার ভাষায় বলছি যে সূজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী ও দিলীপ বাবুরা বড় বড় কথা বলছেন তারা নিজেদের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন। ২০০৯-১০-র সিএজি রিপোর্ট (কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল) পড়ুন।

সুজন, শুভেন্দু, দিলীপ বাবুরা নিজেদের দিকে দেখুন! আদালতে যাবার পথে বিস্ফোরক পার্থ

সুজন, শুভেন্দু, দিলীপ বাবুরা নিজেদের দিকে দেখুন! আদালতে যাবার পথে বিস্ফোরক পার্থ

সমস্ত জায়গায় তদবির করেছে যেহেতু আমি তাদেরকে বলেছি, করতে পারব না। আমি নিয়োগকর্তা নই।’ সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘শুভেন্দু অধিকারীর ১১-১২ সালটা দেখুন না। ডিপিএসসি-তে কী করেছেন দেখুন না।’ তবে সাংবাদিকদের অয়ন শীল প্রসঙ্গে বলেন তিনি অয়ন শীলকে চেনেন না।