নজরবন্দি ব্যুরো: সলমন খান, স্টারকিডের তালিকায় থাকা অন্যতম নাম। অনেকেই মনে করেন সেলিমের সাহায্যের সলমন বলিউডে আজ এই জায়গা তৈরি করেছেন। যদিও কোনও দিনই সলমন খান এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে যে হারে হিট ছবি তিনি দিয়ে গিয়েছেন, ভক্তমহলে তা আলোড়ন সৃষ্টি করেছে, তাঁর ছবিই ভারতে সব থেকে বেশি বক্স অফিস আয় ছবির তালিকাতে জায়গা করে নেয় বেশি।
আরও পড়ুন: রাজনীতি থেকে পরিণীতি, দেখুন ‘রাঘনীতার’ বাগদানের অদেখা ছবি
সেই সুবাদে ভক্তদের ভাইজান, বর্তমানে কত কোটির মালিক? সম্প্রতি, একটি সমীক্ষা দাবি করেছে, সলমন বছরে আয় করেন প্রায় ২০০ কোটি টাকা! সেই অনুপাতে বর্তমানে সলমনের মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার ৮৫০ কোটি টাকা! ছবিপ্রতি সলমনের পারিশ্রমিকও চমকে দিতে পারে। ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল সলমনের প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’।
সেই ছবিতে ভাইজান পারিশ্রমিক পেয়েছিলেন ১১ হাজার টাকা। বর্তমানে সেই মানুষটিই ছবিপ্রতি ১০০ থেকে ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তাঁর সাম্প্রতিক ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ১২৫ কোটি টাকা।

‘টাইগার জ়িন্দা হ্যায়’ ছবির জন্য তিনি নিয়েছিলেন ১৩০ কোটি টাকা। তবে রোজগারের বেশির ভাগটাই আসে সলমন খানের বিজ্ঞাপন, বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত থাকা তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও ব্যবসা থেকে। ভাইজান সোশ্যাল মিডিয়ায় প্রতি পোস্ট করার জন্য নেন ৫০ লক্ষ টাকা।
প্রথম ছবির জন্য তিনি পেয়েছিলেন ১১ হাজার, সেই সলমনের এখন সম্পত্তির পরিমাণ কত জানেন?
এছার জানা গিয়েছে বিস বস এর সঞ্চালনার জন্য তিনি নেন প্রতি পর্বে ১২ থেকে ১৫ কোটি টাকা। সলমন খান থাকেন গ্যালাক্সি নামক অ্যাপার্টমেন্টে, যার বর্তমান দাম ১৫০ কোটি টাকা। এছাড়াও তাঁর রয়েছে একটি ফার্ম হাউস যার দাম বর্তমানে ৯৪ কোটি টাকা। এ ছাড়াও মুম্বই এবং দুবাই মিলিয়ে সলমনের আরও ৩টি বাড়ি রয়েছে।