নজরবন্দি ব্যুরোঃ ৪৯টাকার মাসিক প্ল্যান আনতে চলেছে ডিজনি প্লাস হটস্টার (Disney + Hotstar)। সব অ্যান্ডড্রয়েড (Android) ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। তবে সিলেক্টেড পেমেন্টের মাধ্যমেই শুধুমাত্র ওই সুবিধা পাওয়া যাবে। এই অপশনের সুবিধা নিলে ভিডিয়ো দেখার মাঝে বিজ্ঞাপন চলবে। শুধুমাত্র স্মার্টফোন এবং ট্যাবে ওই সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানটির ব্যবহারকারীরা শুধুমাত্র একটি ডিভাইসে লগইন করতে পারবেন।
আরও পড়ুনঃ BSF: বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু, মালদহের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
ব্যবহারকারীরা ৭২০p HD ভিডিয়ো দেখার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। Disney + Hotstar এর তরফে নিজেদের কাস্টোমার সাপোর্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এখনও পর্যন্ত যে প্ল্যানগুলি রয়েছে সেগুলির মধ্যে সবগুলিই এক বছরের প্ল্যান। কিন্তু এবার 49টাকার মাসিক প্ল্যান নিয়ে আসছে। এবং এটাই সংস্থার প্রথম মাসিক প্ল্যান। মূলত এটি একটি ইন্ট্রোডাক্টারি অফার। যেটি ৯৯টাকায় দেওয়া হয় সেই প্ল্যানটি কার্ড, Paytm, PhonePe অথবা UPI এর মাধ্যমে পেমেন্ট করলে ৪৯টাকায় পাওয়া যাবে।
Disney + Hotstar বিস্তারিত প্ল্যান-
Disney + Hotstar এর তরফে এমনিতেই ৬ মাসের প্ল্যানে ১০০টাকার ছাড় দেওয়া হয়। সেক্ষেত্রে 6 মাসের প্ল্যান একসঙ্গে সাবস্ক্রাইব করলে প্রতিমাসে ১৯৯টাকা নেওয়া হবে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে Disney + Hotstar ৩৯৯টাকার এর VIP প্ল্যানে সব কন্টেন্ট অ্যাক্সেসের সুবিধা দেওয়া হয়েছিল। বার্ষিক সাবক্রিপশন প্ল্যান শুরু হচ্ছে ৪৯৯ টাকা থেকে। যেখানে একটি মাত্র ডিভাইসে একসঙ্গে লগ-ইন থাকা সম্ভব। এবং এই প্ল্যানটি যাঁরা সাবস্ক্রাইব করবেন তাঁদের ক্ষেত্রে ভিডিয়ো প্লে হওয়ার সময় অ্যাড চলবে।
দ্বিতীয় প্ল্যানটি হল ৮৯৯টাকার। এই প্ল্যানের মাধ্যমে একসঙ্গে ২ জন আলাদা আলাদা ডিভাইস থেকে লগইন থাকতে পারবেন। এক্ষেত্রেও ভিডিয়ো প্লে হওয়ার সময় অ্যাড চলবে। তৃতীয় প্ল্যানটি হল ১৪৯৯টাকার। এক্ষেত্রে একসঙ্গে ৪টি ডিভাইসে লগইন থাকা সম্ভব। ভিডিয়ো প্লে হওয়ার সময় কোনও ডিভাইসে অ্যাড চলবে না। এবং Disney + Hotstar এর যাবতীয় সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানের মাধ্যমে।
চলতি মাসের শুরুতেই প্ল্যানের দাম কমিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছিল Netfilx। যাঁরা অতিরিক্ত খরচের জন্য Netflix ব্যবহার করতে পারছিলেন না এবার তাঁরা অনেকটাই সুবিধা পাবেন। আগে যে প্ল্যানটির জন্য ১৯৯টাকা খরচ করতে হতো বর্তমানে সেই প্ল্যানটির জন্য খরচ হবে ১৪৯টাকা। এছাড়াও Netflix এর বাকি প্ল্যানগুলির ক্ষেত্রেও অনেকটাই দাম কমানো হয়েছে।
Disney+Hotstar ব্যবহারকারীদের জন্যে খুশির খবর, কি এলো নতুন প্ল্যান?
:no_upscale()/cdn.vox-cdn.com/uploads/chorus_image/image/66678828/disney_plus_hotstar_india.0.jpg?resize=696%2C464&ssl=1)
যদিও অন্যদিকে Amazon Prime ব্যবহারকারীদের জন্য বেশ কিছুটা খরচ বেড়েছে। কারণ Amazon Prime এর প্রতিটি প্ল্যানের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। চলতি মাস থেকেই বেশি টাকা খরচ করতে হবে তাঁদের।