নজরবন্দি ব্যুরোঃ বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এবং হলিউড পপ তারকা নিক জোনাস প্রায়শই খবরের শিরোনামে থাকেন। বি-টাউনই শুধু নয়, হলিউডেও বেশ পরিচিতি এই কাপল। জানেন কি, প্রিয়ঙ্কার স্বামী পপ তারকা নিক জোনাস এই মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলেন।
আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেটে না থেকেও, বিশ্ব ক্রিকেটে থেকে গেলেন সৌরভ
বিয়ের ঠিক আগেই এই খবর প্রকাশ্যে আসতেই ঘুম উড়েছিল। খবর হল টাইপ-১ ডায়াবিটিসে আক্রান্ত প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী। ডায়াবিটিস রোগ মূলত দু’ ধরনের হয় টাইপ-১ ও টাইপ-২। টাইপ ১ ডায়াবিটিস মূলত জিনগত সমস্যার কারণে হয়ে থাকে এবং অপ্রাপ্তবয়স্কদের মধ্যে অনেক বেশি হারে দেখা যায়।
নিক নিজেই তাঁর ইনস্টাগ্রামে জানিয়েছেন কোন কোন উপসর্গ দেখে নিজে সতর্ক হয়েছেন। কীভাবে নিজের ডায়াগনোসিস করেছিলেন নিক তা নিজেই ইনস্টা পোস্টে শেয়ার করেছিলেন, তাও এক্কেবারে বিয়ের আগের মুহূর্তে।
রোগে আক্রান্ত প্রিয়ঙ্কার স্বামী নিক! কি হয়েছে তাঁর
মাত্র ১৩ বছর বয়স যখন তার প্রথম ডায়াবেটিস ধরা পড়ে। ব্লাড সুগার এতটাই বেড়ে গিয়েছিল যে ওজন প্রায় ১০০ পাউন্ড কমে গিয়েছিল। তবে সঠিক চিকিৎসার মাধ্যমে নিয়মে মেনেই সুস্থ হয়েছেন নিক।