নজরবন্দি ব্যুরো: বুধবার উলুবেড়িয়া আদালতে হাজিরা ছিল দিলীপ ঘোষের ( Dilip Gosh)। আর হাজিরা দিতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি। ‘দু পয়সার নেতা’ থেকে শুরু করে ‘বাপ’ তুলে অভিষেককে নিয়ে কুৎসা করলেন তিনি।
আরও পড়ুন: সিটের পুনর্গঠন করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, বিরাট সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের
অভিষেকের নাম না করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “ও দু’ পয়সার নেতা, ২০০ পুলিশ ওকে ঘিরে থাকে, ওটা কি ওর বাপের টাকা! যদি দম থাকে তাহলে নিরাপত্তা ছেড়ে দিয়ে দেখাক।” দিলীপের অভিযোগ,”রাজ্যের অর্ধেক পুলিশ তৃণমূল নেতাদের বাড়ি পাহারা দিচ্ছে। পুলিশ ওদের তাবেদারি করছে, চোর ডাকাত কীভাবে ধরবে? পুলিশের সঙ্গে চাকরবাকরের মতো ব্যবহার করে ওদের কোমর ভেঙে দিয়েছে।”

উল্লেখ্য, মঙ্গলবারই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের রিভিউ মিটিং শেষে দিলীপ-শুভেন্দু-সহ বিজেপি নেতাদের তীব্র আক্রমণ করেন অভিষেক। আর তাঁর এই বক্তব্যের জেরেই আজ দিলীপ ঘোষ তাঁকে তাঁর ‘বাপ’ বলে অপমান করলেন।
ও দু’পয়সার নেতা, ‘বাপ’ তুলে অভিষেককে অপমান দিলীপের
অভিষেক মঙ্গলবার বলেন, “যাদের সীমান্ত পাহারা দেওয়ার কথা, কয়লাখনি পাহারা দেওয়ার কথা, তারা এই চার আনার নেতাদের পিছনে ঘুরছে। যাদের ওখানে থাকা উচিত তারা এই রাহুল সিনহা, দিলীপ ঘোষ (Dilip Ghosh), শুভেন্দু অধিকারীর পিছনে ঘুরে বেড়ায়। তাই কয়লা চুরি হয়।”