নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবারই ২৪ এর লোকসভা নির্বাচনের ডেডলাইন ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দিনে দলের সংগঠনে আরও জোর দেওয়ার বার্তা দিয়েছেন। মেগা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। সেইমতো দলের টার্গেট স্থির করে দিল রাজ্য বিজেপিও। কিন্তু সেখানেও মতবিরোধ দেখা দিল শীর্ষ নেতৃত্বের মধ্যে। তাতেই বঙ্গ বিজেপির অন্দরে ফাটল কার্যত স্পষ্ট হয়ে গেল।টার্গেট আসন নিয়েও ভিন্ন সুর দিলীপ-সুকান্তর।
আরও পড়ুনঃ ‘রোনাল্ডোর চেয়ে কম নয় কোহলি’, এবার বিরাটের জন্য প্রশংসা ভেসে এল পাক মুলুক থেকে
সম্প্রতি বঙ্গ সফরে এসে দলের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানেই দলের নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ১৯ এর নির্বাচনে যে ফলাফল ছিল, তার চেয়েও আসন সংখ্যা বাড়াতে হবে। এমনকি সদ্য সমাপ্ত দলের জাতীয় কর্মসমিতির বৈঠকেও একই বার্তা দেওয়া হয়েছে। এরপরেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ২৪ এর নির্বাচনে বাংলা থেকে ২৫ টি আসন জিতবে বিজেপি।

কিন্তু সুকান্ত মজুমদারের সঙ্গে একমত না হলেও ভিন্ন সুর দিলীপ ঘোষের গলাতেও। তাঁর কথায়, দল এখনই লোকসভা নির্বাচনের কোনও লক্ষ্য স্থিত করেনি। ২৫ আসনে জেতার কথা বলা হচ্ছে। সেটা আগামী দিনে ৩০ ও হতে পারে। গেরুয়া শিবিরের মতানৈক্য থাকলেও বিজেপিকে এত সহজভাবে মোটেই নিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। দুই নেতার এই মন্তব্য ঘিরে কার্যত সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসক দল।
দিলীপ ঘোষ আরও বলেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত প্রস্তুতি আমরা শুরু করেছি। আমরা যে মানুষের উপর দুর্নীতি হয়েছে,গরিব মানুষকে লুঠ করা হয়েছে, তাদের অধিকারের জন্য আমরা আন্দোলন করছি। সারা পশ্চিমবাংলার মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন। এর ফলে তৃণমূলের নেতা মন্ত্রীরা বিক্ষোভের মুখে পড়ছেন। যারা এতদিন চুরি করে খাচ্ছিলেন ভাবছিলেন এরকম চলবে আজকে মানুষ চোখে চোখ রেখে কথা বলছে। মন্ত্রীদের সামনে মানুষকে মার খেতে হচ্ছে। রাস্তা অবরোধ হচ্ছে। প্রত্যেকটি তৃণমূলের এমএলএ এমপি আজ বিক্ষোভের মুখে পড়ছেন। এটা পশ্চিমবাংলার আজকের পরিস্থিতি।
টার্গেট আসন নিয়েও ভিন্ন সুর দিলীপ-সুকান্তর, চরম অস্বস্তিতে বিজেপি

উল্লেখ্য, ২০১৯ এর নির্বাচনে ৪২ টি আসনের মধ্যে ১৮ টি আসন জয় করেছিল বিজেপি। এর মধ্যে উত্তরবঙ্গ, জঙ্গলমহলে অভূতপূর্ব জয় নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তাই ২০২৪ এর নির্বাচনে নতুন রেকর্ড গড়তে মরিয়া বিজেপি। তাই সর্বভারতীয় সভাপতির মেয়াদ বাড়তেই প্রথমেই বঙ্গ সফরে আসার সিদ্ধান্ত নিয়েছেন জেপি নাড্ডা। শোনা যাচ্ছে, বাংলাকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী দিনে বাংলা থেকেই বড় চমক দিতে চান তাঁরা।