পুজোর আগে ওপার বাংলাতেও ডেঙ্গুর তাণ্ডব, রেকর্ড সংখ্যক মৃত বাংলাদেশে

নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গে ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও সংক্রমণের হার বাড়ছে। এপার বাংলার মত ওপার বাংলাতেও ডেঙ্গুর পরিস্থিতি কার্যত একই। কোনওভাবেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। দেশে এই মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত যে অত্যন্ত উদ্বেগজনক পর্যায় পৌঁছে গিয়েছে, একথা মেনে নিয়ে ওই দেশের সরকার।

আরও পড়ুন: ভারী বৃষ্টিপাতের জেরে উপকূলে জারি হলুদ সতর্কতা, কড়া নজরদারি বকখালি-গঙ্গাসাগরে

সূত্রে খবর, ২০২৩ সালে এখনও পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৭ জন। মারণ রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, বাংলাদেশের হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামো নেই। ওষুধের ঘাটতি রয়েছে। ফলে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী প্রাণ হারাচ্ছেন। ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি কয়েকবছর আগের করোনা স্মৃতি তাজা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ওই দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় তা নিয়েও বার্তা দেওয়া হয়।

পুজোর আগে ওপার বাংলাতেও ডেঙ্গুর তাণ্ডব, রেকর্ড সংখ্যক মৃত বাংলাদেশে

হু-এর তরফে জানানো হয়েছিল, গত এপ্রিল মাসে বাংলাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ে। এরপর থেকে শেষ পরিসংখ্যান পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার। মশাবাহিত এই রোগে মৃত্যু হয়েছে ৬৫০ জনের। কেবল আগস্ট মাসেই মৃত্যু হয়েছে ৩০০ জনের। এই অবস্থায় স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার উপর ব্যাপক চাপ পড়ছে। অন্যদিকে, ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ শহর এলাকায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের জন্য ২০ কোটি ডলার ঋণ বরাদ্দ করেছে বিশ্ব ব্যাঙ্ক।

পুজোর আগে ওপার বাংলাতেও ডেঙ্গুর তাণ্ডব, রেকর্ড সংখ্যক মৃত বাংলাদেশে

বিশ্ব ব্যাঙ্কের পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, এই ‘আরবান হেলথ, নিউট্রিশন ও পপুলেশন প্রজেক্ট’ শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার নেটওয়ার্ক গড়ে তুলবে। এই অর্থ শুধু ডেঙ্গু প্রতিরোধ নয়, শহরের অন্যান্য নাগরিক স্বাস্থ্যসেবা উন্নত করার কাজেও খরচ করা হবে। উল্লেখ্য, ২০০০ সালে বাংলাদেশে প্রথম ডেঙ্গু আতঙ্কের রূপ নেয়। সেইসময় শিশুরাই অধিক আক্রান্ত হত। তবে এখন সব বয়সের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে। কেবল রাজধানী ঢাকা নয়, ওপার বাংলার সব প্রান্তেই ডেঙ্গু ভয়াবহ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।

পুজোর আগে ওপার বাংলাতেও ডেঙ্গুর তাণ্ডব, রেকর্ড সংখ্যক মৃত বাংলাদেশে

পুজোর আগে ওপার বাংলাতেও ডেঙ্গুর তাণ্ডব, রেকর্ড সংখ্যক মৃত বাংলাদেশে
পুজোর আগে ওপার বাংলাতেও ডেঙ্গুর তাণ্ডব, রেকর্ড সংখ্যক মৃত বাংলাদেশে