নজরবন্দি ব্যুরো: আবারও মিড ডে মিলে দেখা মিলল মরা টিকটিকির। আর এই ঘটনা নজরে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। রীতিমত রনক্ষেত্র শিক্ষাকেন্দ্রে। অভিযোগ, এলাকার ওই খাবার খেয়ে বেশ কিছু শিশু ও মা অসুস্থ হয়ে পড়েছেন! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের একটি গ্রামীণ এলাকায়।
আরও পড়ুন: Abhishek-র বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর! আগামী মাসে শুনানির সম্ভাবনা
প্রসঙ্গত, এর আগেও মিড ডে মিলে কখনও সাপ, কখনও ব্যাঙ, আবার কখনও শুঁয়োপোকার দেখা মিলেছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনহত উঠে আসছে একাধিক অভিযোগ। যার জেরে শোরগোল রাজ্য রাজনীতিতে। আর এই একাধিক ঘটনায় জেরে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলের নেতারা।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের একটি গ্রামীণ এলাকায় অঙ্গনওয়াড়ির খাবারে মৃত টিকটিকি পাওয়া গিয়েছে। আর এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। জানা যাচ্ছে, ওই খাবার খেয়ে বেশ কিছু শিশু ও মা অসুস্থ হয়ে পড়েছেন! ইতিমধ্যেই এই ঘটনায় শিক্ষাকেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ।
এই ঘটনার প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা জানান, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে একটি মৃত টিকটিকি পাওয়া গেছে। যার ফলে এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখা দিয়েছে। ওই খাবার খেয়ে বেশ কিছু শিশু ও মা অসুস্থ হয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনাস্থলে একটি মেডিকেল টিম পৌঁছে গিয়েছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি ও তাঁর হেলপারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।