Abhishek-র বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর, আগামী মাসে শুনানির সম্ভাবনা
Suvendu Adhikari files Case against Abhishek Banerjee

নজরবন্দি ব্যুরো: বারংবার মিছিলের অনুমতি না পেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এবার হাইকোর্টে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলাও দায়ের করলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, কেন জাতীয় সড়কে মিছিল করা হল? এই প্রশ্ন তুলেই হাইকোর্টে মামলা! আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Suvendu Adhikari: শুভেন্দুর সভা নিয়ে নিয়ে ফের বিতর্ক! মেলেনি অনুমতি, আদালতের দারস্থ বিরোধী দলনেতা

প্রসঙ্গত, সভা নিয়ে শুভেন্দু-রাজ্য সংঘাতের অধ্যায়ে নতুন সংযোজন মালদহ। এর আগে একাধিকবার শুভেন্দুর সভায় অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। তার পর একাধিকবার রাজ্য সরকারকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আর অন্যদিকে, তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে রাজ্যের একাধিক জেলায় পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক মিছিল-সভা করেই চলছেন তিনি। এবার অভিষেকের সভা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল।

Abhishek-র বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর, অভিযোগ কেন জাতীয় সড়কে মিছিল করা হল
Abhishek-র বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর, অভিযোগ কেন জাতীয় সড়কে মিছিল করা হল

জানা যাচ্ছে, মে মাসের শুরুর দিকে উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কে মিছিল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! এমটাই অভিযোগ উঠেছে! এরপরেই বিরোধী দলনেতা শুভেন্দুর দাবি, জাতীয় সড়ক আইন অনুযায়ী অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারবে না। তাহলে কিভাবে অভিষেক মিছিল করল। এই প্রশ্ন তুলেই মামলা দায়ের করা হয়েছে।

 

Abhishek-র বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর, অভিযোগ কেন জাতীয় সড়কে মিছিল করা হল

অন্যদিকে, চন্দ্রকোণা, সিমলাপালের পর এবার মালদহে রাজ্যের বিরোধী শুভেন্দু আধিকারির সভা নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক! মালদহে আগামী ২৭ মে সভা করার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন দলনেতা। কিন্তু এবারেও সেই সভার অনুমতি মেলেনি। আর তার ফলেই আবারও একবার সভা করার অনুমতি চেয়ে আদালতের দারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা

Abhishek-র বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর, অভিযোগ কেন জাতীয় সড়কে মিছিল করা হল

Abhishek-র বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর, অভিযোগ কেন জাতীয় সড়কে মিছিল করা হল