নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশন হোক, প্রাথমিক শিক্ষক নিয়োগ। প্রতি ক্ষেত্রেই নজিরবিহীন নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি তাঁর নির্দেশে চাকরি গেছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের। সিবিআই তদন্ত চলছে SSC এবং TET দুর্নীতি মামলায়। এদিকে ২০১৮ কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির যথাযথ বিচারবিভাগীয় ও সিবিআই (CBI) তদন্তের দাবি উঠল রাজ্যে।
আরও পড়ুনঃ গরুপাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব, চাপ বাড়াচ্ছে সিবিআই
অভিযোগ স্কুল সার্ভিস কমিশন এবং টেটের মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি হয়েছে, সেই একই ভাবে দুর্নীতির পাহাড়ে বসে রয়েছে কলেয সার্ভিস কমিশনও। আজ কলেস সার্ভিস কমিশনে নিয়োগের তদন্ত ও মেধাতালিকা প্রকাশের দাবিতে কলেজ স্কোয়ারে জমায়েত করে চাকরিপ্রার্থীরা। অবস্থান-বিক্ষোভে সামিল হন তাঁরা। দুর্নীতির বিরুদ্ধে বিচারবিভাগীয় এবিং সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।
অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে বেশ কয়েকজনকে চাকরি দেওয়া হয়েছে। ১২২ জনের একটি তালিকা নিয়ে, এদিন শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে আসেন ২০১৮ সালের মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়কদের আত্মীয়-ঘনিষ্ঠদের পাশাপাশি কলকাতার এক নামী বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকের আত্মীয় ও রাজ্যের শাসকদলের অধ্যাপক সংগঠনের নেতাদের চাকরি দেওয়া হয়েছে!

স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। ED’র হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির তদন্তে নেমে এখন পর্যন্ত ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা নগত এবং ৫ কোটি টাকার সোনা উদ্ধার করেছে ইডি। তারমধ্যেই এই কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এল।
SSC টেটের পর নিয়ম বহির্ভূত ভাবে নিয়োগ কলেজ সার্ভিস কমিশনে, CBI-তদন্তের দাবি চাকরিপ্রার্থীদের।
চাকরিপ্রার্থীদের দাবি, অঙ্ক ও সাঁওতালি বিষয়ে মেধাতালিকা বহির্ভূত প্রার্থীদের নিয়োগ করেছে কলেজ সার্ভিস কমিশন। নেতা-মন্ত্রী, প্রভাবশালী ব্যক্তির আত্মীয় ও কম যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হয়েছে নিয়ম বহির্ভূত ভাবে। ক্ষুদিরাম চক্রবর্তী নামে এক চাকরিপ্রার্থীর দাবি, “হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও পর্যন্ত যারা চাকরি পেয়েছে তাদের নম্বর, কোন কলেজে চাকরি পেয়েছে, তাদের যোগ্যতা কমিশন প্রকাশ করেনি।”